Suvendu Adhikari: ‘অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বাংলা...’, দাবি করে এনকাউন্টার দাওয়াইয়ের পক্ষে সওয়াল শুভেন্দু অধিকারীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বিধানসভায় মাটিগাড়ায় স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় আজ প্রতিবাদে সরব হন শুভেন্দু-সহ বিজেপির অন্যান্য বিধায়করা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘‘একের পর এক মহিলাদের উপর অত্যাচার, নির্যাতন, খুনের ঘটনা ঘটেই চলেছে। না সরকার, না পুলিশের কোনও ভূমিকা নেই।’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: এনকাউন্টার দাওয়াই শুভেন্দুর। ‘‘খুনি, অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বাংলা। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মত মানুষ এ রাজ্যে প্রয়োজন। এই ধরনের ঘটনায় এনকাউন্টার করা উচিত।’’ মাটিগাড়ায় স্কুলছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় মাটিগাড়ায় স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় আজ প্রতিবাদে সরব হন শুভেন্দু-সহ বিজেপির অন্যান্য বিধায়করা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘‘একের পর এক মহিলাদের উপর অত্যাচার, নির্যাতন, খুনের ঘটনা ঘটেই চলেছে। না সরকার, না পুলিশের কোনও ভূমিকা নেই।’’
শুভেন্দু অধিকারীর অভিযোগ, শুধুমাত্র মাটিগাড়াতে স্কুলছাত্রীই নয়, একের পর এক মহিলাদের উপর অত্যাচার, নির্যাতন খুনের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু পুলিশ অপরাধীদের বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়ে নীরব। আর তাতেই অপরাধীরা প্রশ্রয় পেয়ে একের পর এক ঘটনা ঘটানোর সাহস পেয়ে চলেছে। এই ধরনের অপরাধীদের এনকাউন্টার করা উচিত বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। মাটিগাড়া ইস্যুতে বৃহস্পতিবার বিধানসভায় ডেপুটি স্পিকারের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সরকার পক্ষের পক্ষ থেকে তাঁর কন্ঠরোধ করা হয়েছে বলেও অভিযোগ শঙ্কর ঘোষের। এরপরই কার্যত ওয়াকআউট করে অধিবেশন কক্ষ ছেড়ে বেড়িয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা।
advertisement
advertisement
ঘটনার প্রতিবাদ করতে গেলে বিভিন্ন স্তরের মানুষের উপর পুলিশের বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণের অভিযোগেও সরব হন বিজেপি বিধায়করা। এদিন অধিবেশন কক্ষে না থাকলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে এসে দলের বিধায়কদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে শুভেন্দু বলেন, ‘‘অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে রাজ্য। মহিলাদের ওপর যারা ঘৃণ্য অত্যাচার চালাচ্ছে তাদের প্রয়োজনে এনকাউন্টার করা উচিত।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 7:58 PM IST