Suvendu Adhikari Vs Kakoli Ghosh Dastidar: শুভেন্দুকে আইনি নোটিস কাকলির, দিল্লির জল গড়াল বাংলায়! তুঙ্গে শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Suvendu Adhikari Vs Kakoli Ghosh Dastidar: একশো দিনের কাজের টাকা আদায়ে দিল্লিতে ধরনা দিয়েছিল তৃণমূলের প্রথম সারির নেতারা। সেখানেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন সম্পর্কে কুকথা বলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, এমনই অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী।
কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ও তাঁর পরিবারের আর্থিক বিষয় নিয়ে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন বলে বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ। সেই বিষয়ে কাকলির আইনজীবী চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতাকে।
প্রসঙ্গত, একশো দিনের কাজের টাকা আদায়ে দিল্লিতে ধরনা দিয়েছিল তৃণমূলের প্রথম সারির নেতারা। সেখানেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন সম্পর্কে কুকথা বলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, এমনই অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্য়ান্ডেলে লিখেছিলেন, একজন নারী সম্পর্কে এই ধরনের মন্তব্য করাটা একজন এমপির পক্ষে শোভন নয়। তিনি আবার চিকিৎসকও। ওই কেন্দ্রীয় মন্ত্রী একজন স্বাধ্বী। কিন্তু এটাই হল এখন তৃণমূলের সংস্কৃতি। তাঁর বসেরা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন। আগামী ভোটে তাঁর টিকিট সুরক্ষিত করার জন্য বসেদের খুশি করতে তিনি এসব বলছেন। বর্তমানে নীচের স্তরের টিএমসির কর্মচারীরা বসেদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এসব করছেন। আমি আশা করি বারাসতের শ্রদ্ধেয় ভোটাররা এই অশালীন ভাষাটা খেয়াল করবেন।
advertisement
আরও পড়ুন: ‘পা সরু হয়ে যাচ্ছে’, অনুব্রতর জীবনে নয়া বিপদ! বিচারকের নির্দেশেও মাথায় হাত কেষ্ট-সুকন্যার
advertisement
শুভেন্দু সংযোজন করেন, তিনি ও তাঁর বসেরা যে ভাষা বোঝেন তাতেই আমি জবাব দেব। আমি ভালো করেই জানি এমজিএনআরইজিএর ফান্ড আমার শ্রদ্ধেয় বাবার নয়, এটা দেশের মানুষের। কিন্তু সেই সঙ্গে এটা আপনার বা আপনাদের বসেদের বাবাদেরও নয় যাতে লুঠ করা যায়।
advertisement
প্রসঙ্গত দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের নেতারা। কিন্তু সেখানে তাঁর দেখা পাননি তাঁরা। এরপর কলকাতায় এসে রাজভবনের সামনে ধর্না। এবার সেই প্রেক্ষিতে করা একের পর এক মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতাকে নোটিস পাঠালেন কাকলি ঘোষ দস্তিদার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 2:17 PM IST