Suvendu Adhikari: 'আমরা বদলও করবে, বদলাও নেব', বললেন শুভেন্দু, SIR নিয়ে প্রতিক্রিয়া, 'No SIR, No Vote'
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গেও হবে এসআইআর। মুখ্য নির্বাচন কমিশনার রবিবারই জানিয়েছেন দিল্লিতে। তারপরেই আত্মবিশ্বাসী শুভেন্দু, এসআইআর নিয়ে কী বললেন শুভেন্দু?
রবিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে, জাতীয় নির্বাচন কমিশনাররা স্পষ্ট জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গেও হবে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন। এই নিয়ে নির্বাচন কমিশনার বলেন, “পশ্চিমবঙ্গের এসআইআর কবে থেকে শুরু হবে তা আমরা সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ে ঘোষণা করব”।
মুখ্য নির্বাচন কমিশনারের এই মন্তব্যের পরেই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আত্মবিশ্বাসের সঙ্গে শুভেন্দু বলেন, “পিকচার অভি বাকি হায়। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বে কোনও দেশে অনুপ্রবেশ নেই ভারতেও থাকবে না। এসআইআর নিয়ে কোনও চিন্তা নেই ভারতীয়দের। ভারতীয় ছাড়াও, ধর্ম বাঁচাতে যারা ভারতে এসেছেন তাদেরও কোনো চিন্তা নেই”।
advertisement
advertisement
পাশাপাশি শুভেন্দুর দাবি রাজ্যের পুলিশকর্মীদের মধ্যেও নাকি একটা বড় অংশ পরিবর্তনের পক্ষে। ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি নিয়েও বিস্ফোরক শুভেন্দু। তিনি বলেন, “ডবল, ট্রিপল এন্ট্রি এবার থাকবে না তালিকায়। রোহিঙ্গা গোটা দেশে ঢুকে পড়েছে। কেউ থাকবে না ভোটার তালিকাতে”
advertisement
বিহারে এসআইআরে বাদ গিয়েছে ৬৫ লক্ষ ভোটারের নাম। এর জেরে তোলপাড় গোটা দেশ। বাংলায় নির্বাচন আগামী বছরই। অর্থাৎ তখন নির্বাচন হলে বাংলাতেও বহু ভোটারের নাম বাদ যেতে পারে বলে অনুমান। তা নিয়ে রাজনৈতিক দলগুলি কী পদক্ষেপ করে সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 8:22 PM IST