Suvendu Adhikari: 'সোনাকে ছাই বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়...!' সিঙ্গুর নিয়ে সুর চড়ালেন শুভেন্দু

Last Updated:

Suvendu Adhikari: সিঙ্গুর নিয়ে টাটাকে ক্ষতিপূরণের নির্দেশকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সিঙ্গুর নিয়ে সুর চড়ালেন শুভেন্দু
সিঙ্গুর নিয়ে সুর চড়ালেন শুভেন্দু
কলকাতা: সিঙ্গুর নিয়ে টাটাকে ক্ষতিপূরণের নির্দেশকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের X হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার লিখেছেন,’সোনাকে ছাই বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের রায় বাংলার শিল্প-ক্ষতের উপর নুনের ছিটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খিদের মাশুল দিতে হচ্ছে রাজ্যকে। রাজ্যের অর্থনীতিকে অনন্ত অন্ধকারের গুহায় ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থপরতা।’
প্রসঙ্গত, সিঙ্গুর মামলায় বড় জয় পেয়েছে টাটা মোটরস। তিন সদস্যের আরবিট্রাল ট্রাইবুনাল টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে এই টাকা দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, সেই সঙ্গে ২০১৬ সালের সেপেম্বর থেকে হিসাব করে ১১ শতাংশ সুদও দিতে হবে রাজ্যকে। পাশাপাশি মামলার খরচ হিসাবে আরও ১ কোটি টাকাও জমা দিতে হবে।
advertisement
advertisement
টাটা মোটরসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বলা হয়েছে, “সিঙ্গুরে অটোমোবাইল উৎপাদন কারখানা মামলায় তিন সদস্যের ট্রাইবুনালের রায় টাটা মোটরসের পক্ষে গিয়েছে। ক্ষতিপূরণ হিসাবে ৭৬৫ কোটি টাকা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ক্ষতিপূরণের টাকা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বার্ষিক ১১ শতাংশ হারে সুদ দিতে বলা হয়েছে। যদিও রাজ্যের তরফে এর পরে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ট্রাইবুনাল গঠন করা হয়। ফলে সম্ভবত ফের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে নির্দেশ সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'সোনাকে ছাই বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়...!' সিঙ্গুর নিয়ে সুর চড়ালেন শুভেন্দু
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement