School Holidays November 2023: নভেম্বরে 'এতগুলো' দিন স্কুল-কলেজ বন্ধ...? কবে কবে ছুটি? দেখুন তারিখ-সহ পূর্ণাঙ্গ তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
School Holidays November 2023: ছুটির আমেজে ভরপুর হতে চলেছে এই নভেম্বর মাস। যদিও ছুটির তালিকা ও দিনের সংখ্যার নিরিখে এর বদল হতে পারে রাজ্যে রাজ্যে।
advertisement
Holidays November 2023: হ্যাঁ। নভেম্বর মাসের স্কুল ছুটির তালিকা দেখতে গিয়ে দেখা যাচ্ছে সেরকমটাই। আসন্ন নভেম্বরের স্কুল ছুটির তালিকা দেখলে দেখা যাবে বেশ লম্বা সময় বন্ধ থাকতে চলেছে স্কুল কলেজ আর সরকারি অফিস। যদিও মোট কতদিন ছুটি সেই সংখ্যাটা রাজ্য বিশেষে পরিবর্তিত হতে পারে। আপাতত দেখে নিন দেশের সার্বিক ছুটির তালিকায় ঠিক কতদিন বন্ধ স্কুল কলেজ।
advertisement
advertisement
Holidays November 2023; আসন্ন নভেম্বরের স্কুল ছুটির তালিকায় একদম পাশাপাশি আছে তিনটি বিশেষ ছুটি। গুরু নানকের জন্মবার্ষিকী, দীপাবলি এবং শিশু দিবস। ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজ ও অঞ্চল নির্বিশেষে এই দিনগুলি উদযাপন করেন। তাই ছুটির আমেজে ভরপুর হতে চলেছে এই নভেম্বর মাস। যদিও ছুটির তালিকা ও দিনের সংখ্যার নিরিখে এর বদল হতে পারে রাজ্যে রাজ্যে।
advertisement
advertisement
Holidays November 2023: স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য আগ্রহের সঙ্গে যেমন প্রত্যাশা করে থাকে পাশাপাশি তারা কিন্তু সারা বছর ধরেই অনেকগুলি ছুটি উদযাপনের সুযোগ পেয়ে থাকে। জাতীয় ছুটির দিনগুলি সর্বজনীনভাবে ভারতের সমস্ত স্কুল দ্বারা পালন করা হয়। এটি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য সাধারণ ছুটিও দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement