School Holidays November 2023: নভেম্বরে 'এতগুলো' দিন স্কুল-কলেজ বন্ধ...? কবে কবে ছুটি? দেখুন তারিখ-সহ পূর্ণাঙ্গ তালিকা

Last Updated:
School Holidays November 2023: ছুটির আমেজে ভরপুর হতে চলেছে এই নভেম্বর মাস। যদিও ছুটির তালিকা ও দিনের সংখ্যার নিরিখে এর বদল হতে পারে রাজ্যে রাজ্যে।
1/11
School Holidays November 2023: যেন ছুটির মরশুম চলছে দেশ জুড়ে। উৎসবের সিজনে এখন ছুটি আর ছুটি। তাই চওড়া হাসি স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া আর সরকারি কর্মচারীদের মুখে। সেপ্টেম্বর, অক্টবরের পর এবার লম্বা ছুটির লিস্ট নভেম্বরেও?
School Holidays November 2023: যেন ছুটির মরশুম চলছে দেশ জুড়ে। উৎসবের সিজনে এখন ছুটি আর ছুটি। তাই চওড়া হাসি স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া আর সরকারি কর্মচারীদের মুখে। সেপ্টেম্বর, অক্টবরের পর এবার লম্বা ছুটির লিস্ট নভেম্বরেও?
advertisement
2/11
Holidays November 2023: হ্যাঁ। নভেম্বর মাসের স্কুল ছুটির তালিকা দেখতে গিয়ে দেখা যাচ্ছে সেরকমটাই। আসন্ন নভেম্বরের স্কুল ছুটির তালিকা দেখলে দেখা যাবে বেশ লম্বা সময় বন্ধ থাকতে চলেছে স্কুল কলেজ আর সরকারি অফিস। যদিও মোট কতদিন ছুটি সেই সংখ্যাটা রাজ্য বিশেষে পরিবর্তিত হতে পারে। আপাতত দেখে নিন দেশের সার্বিক ছুটির তালিকায় ঠিক কতদিন বন্ধ স্কুল কলেজ।
Holidays November 2023: হ্যাঁ। নভেম্বর মাসের স্কুল ছুটির তালিকা দেখতে গিয়ে দেখা যাচ্ছে সেরকমটাই। আসন্ন নভেম্বরের স্কুল ছুটির তালিকা দেখলে দেখা যাবে বেশ লম্বা সময় বন্ধ থাকতে চলেছে স্কুল কলেজ আর সরকারি অফিস। যদিও মোট কতদিন ছুটি সেই সংখ্যাটা রাজ্য বিশেষে পরিবর্তিত হতে পারে। আপাতত দেখে নিন দেশের সার্বিক ছুটির তালিকায় ঠিক কতদিন বন্ধ স্কুল কলেজ।
advertisement
3/11
Holidays November 2023: নভেম্বর হল এমন একটি মাস যেটি একগুচ্ছ উৎসব এবং ছুটিতে ভরা। দেশ, অঞ্চল এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে স্কুল ছুটির হেরফের হয়। এগুলি সাধারণত অ্যাকাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।
Holidays November 2023: নভেম্বর হল এমন একটি মাস যেটি একগুচ্ছ উৎসব এবং ছুটিতে ভরা। দেশ, অঞ্চল এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে স্কুল ছুটির হেরফের হয়। এগুলি সাধারণত অ্যাকাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।
advertisement
4/11
Holidays November 2023; আসন্ন নভেম্বরের স্কুল ছুটির তালিকায় একদম পাশাপাশি আছে তিনটি বিশেষ ছুটি। গুরু নানকের জন্মবার্ষিকী, দীপাবলি এবং শিশু দিবস। ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজ ও অঞ্চল নির্বিশেষে এই দিনগুলি উদযাপন করেন। তাই ছুটির আমেজে ভরপুর হতে চলেছে এই নভেম্বর মাস। যদিও ছুটির তালিকা ও দিনের সংখ্যার নিরিখে এর বদল হতে পারে রাজ্যে রাজ্যে।
Holidays November 2023; আসন্ন নভেম্বরের স্কুল ছুটির তালিকায় একদম পাশাপাশি আছে তিনটি বিশেষ ছুটি। গুরু নানকের জন্মবার্ষিকী, দীপাবলি এবং শিশু দিবস। ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজ ও অঞ্চল নির্বিশেষে এই দিনগুলি উদযাপন করেন। তাই ছুটির আমেজে ভরপুর হতে চলেছে এই নভেম্বর মাস। যদিও ছুটির তালিকা ও দিনের সংখ্যার নিরিখে এর বদল হতে পারে রাজ্যে রাজ্যে।
advertisement
5/11
Holidays November 2023; এই প্রতিবেদনে আমরা সারা ভারতে স্কুলের জন্য প্রযোজ্য শিক্ষাবর্ষ ২০২৩-২৪-এর ছুটির সময়সূচী তুলে ধরেছি। ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজ্য শিক্ষা বোর্ড, CBSE, ICSE, এবং অন্যান্য-সহ বিভিন্ন বোর্ডের দ্বারা অনুমোদিত।
Holidays November 2023; এই প্রতিবেদনে আমরা সারা ভারতে স্কুলের জন্য প্রযোজ্য শিক্ষাবর্ষ ২০২৩-২৪-এর ছুটির সময়সূচী তুলে ধরেছি। ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজ্য শিক্ষা বোর্ড, CBSE, ICSE, এবং অন্যান্য-সহ বিভিন্ন বোর্ডের দ্বারা অনুমোদিত।
advertisement
6/11
Holidays November 2023: স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য আগ্রহের সঙ্গে যেমন প্রত্যাশা করে থাকে পাশাপাশি তারা কিন্তু সারা বছর ধরেই অনেকগুলি ছুটি উদযাপনের সুযোগ পেয়ে থাকে। জাতীয় ছুটির দিনগুলি সর্বজনীনভাবে ভারতের সমস্ত স্কুল দ্বারা পালন করা হয়। এটি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য সাধারণ ছুটিও দেওয়া হয়।
Holidays November 2023: স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য আগ্রহের সঙ্গে যেমন প্রত্যাশা করে থাকে পাশাপাশি তারা কিন্তু সারা বছর ধরেই অনেকগুলি ছুটি উদযাপনের সুযোগ পেয়ে থাকে। জাতীয় ছুটির দিনগুলি সর্বজনীনভাবে ভারতের সমস্ত স্কুল দ্বারা পালন করা হয়। এটি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য সাধারণ ছুটিও দেওয়া হয়।
advertisement
7/11
Holidays November 2023 : জাতীয় স্কুল ছুটির তালিকা: নভেম্বরে কত দিন স্কুল বন্ধ থাকবে?  অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দিন এবং তারিখ-সহ অনুষ্ঠানের নাম :  রবিবার, নভেম্বর ১২, ২০২৩ দীপাবলি  বুধবার, নভেম্বর ১৫, ২০২৩ ভাতৃদ্বিতীয়া
Holidays November 2023 : জাতীয় স্কুল ছুটির তালিকা: নভেম্বরে কত দিন স্কুল বন্ধ থাকবে? অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দিন এবং তারিখ-সহ অনুষ্ঠানের নাম : রবিবার, নভেম্বর ১২, ২০২৩ দীপাবলি বুধবার, নভেম্বর ১৫, ২০২৩ ভাতৃদ্বিতীয়া
advertisement
8/11
রবিবার, নভেম্বর ১৯, ২০২৩  ছট পুজো  শুক্রবার, নভেম্বর ২৪, ২০২৩ গুরু তেগ বাহাদুরের শাহাদত দিবস  সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ গুরু নানক জয়ন্তী
রবিবার, নভেম্বর ১৯, ২০২৩  ছট পুজো শুক্রবার, নভেম্বর ২৪, ২০২৩ গুরু তেগ বাহাদুরের শাহাদত দিবস সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ গুরু নানক জয়ন্তী
advertisement
9/11
জাতীয় স্কুল ছুটির তালিকা: ডিসেম্বরে কত দিন স্কুল বন্ধ থাকবে?  অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দিন এবং তারিখ-সহ অনুষ্ঠানের নাম  রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ বড়দিনের আগের দিন
জাতীয় স্কুল ছুটির তালিকা: ডিসেম্বরে কত দিন স্কুল বন্ধ থাকবে? অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দিন এবং তারিখ-সহ অনুষ্ঠানের নাম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ বড়দিনের আগের দিন
advertisement
10/11
সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ বড়দিন  রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ নিউ ইয়ার'স ইভ
সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ বড়দিন রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ নিউ ইয়ার'স ইভ
advertisement
11/11
প্রসঙ্গত, কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের জন্য আলাদা ছুটির সময়সূচী অনুসরণ করতে পারে। তাই সেক্ষেত্রে শিক্ষার্থী এবং অভিভাবকদের স্কুলের নির্দিষ্ট সংখ্যক ছুটির দিন জেনে নিতে  স্কুলের ডায়েরি বা অফিসিয়াল যোগাযোগের মাধ্যম মিলিয়ে নেওয়াই কাম্য।
প্রসঙ্গত, কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের জন্য আলাদা ছুটির সময়সূচী অনুসরণ করতে পারে। তাই সেক্ষেত্রে শিক্ষার্থী এবং অভিভাবকদের স্কুলের নির্দিষ্ট সংখ্যক ছুটির দিন জেনে নিতে  স্কুলের ডায়েরি বা অফিসিয়াল যোগাযোগের মাধ্যম মিলিয়ে নেওয়াই কাম্য।
advertisement
advertisement
advertisement