Suvendu Adhikari: তালিকায় মোদি- শাহ, ঝাড়খণ্ডের স্টার ক্যাম্পেনারে বাংলা থেকে ‘ফার্স্ট বয়’ শুভেন্দু অধিকারী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিল্লি থেকে প্রথম দফা নির্বাচনে দলের তারকা প্রচারকদের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ৪০ জন তাবড় তাবড় নেতার নাম রয়েছে। সেখানেই ৩৩ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র পদ্ম শিবিরের নেতা শুভেন্দু অধিকারীর নাম।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বঙ্গে পদ্মের ফার্স্ট বয় শুভেন্দু! ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এ রাজ্য থেকে একমাত্র তারকা প্রচারক বিজেপি নেতা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম তালিকায় স্থান পেল। বঙ্গ বিজেপি নেতাদের সবাইকে পিছনে ফেলে প্রথম দফা নির্বাচনের তারকা প্রচারকদের তালিকায় একমাত্র শুভেন্দু অধিকারীর নাম জ্বলজ্বল করছে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিল্লি থেকে প্রথম দফা নির্বাচনে দলের তারকা প্রচারকদের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ৪০ জন তাবড় তাবড় নেতার নাম রয়েছে। সেখানেই ৩৩ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র পদ্ম শিবিরের নেতা শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী ছাড়াও নরেন্দ্র মোদি, অমিত শাহ, হিমন্ত বিশ্বশর্মা, যোগী আদিত্যনাথ-সহ গোটা ভারতের বিজেপির অন্যতম মুখ হিসেবে যারা পরিচিত তাঁরাই স্থান পেয়েছেন।
advertisement
advertisement

দলের নির্দেশে ইতিমধ্যেই ঝাড়খণ্ডে গিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা সহ বিধানসভা নির্বাচনের একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। আর এবার স্টার ক্যাম্পেনার হিসেবে প্রথম দফা নির্বাচনের জন্য গেরুয়া শিবিরের তালিকায় যুক্ত হল বাংলার একমাত্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম। প্রসঙ্গত, ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় আগামী ১৩ এবং ২০ নভেম্বর দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। ২৩ নভেম্বর গণনা। প্রথম দফায় ভোট হবে ৪৩টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় ২০ নভেম্বর ঝাড়খণ্ডের ৩৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। পাশাপাশি ২০ নভেম্বর একদফাতেই মহারাষ্ট্রের ২৮৮ আসনে হবে বিধানসভা নির্বাচন। দুই রাজ্যেই ভোট গণনা হবে ২৩ নভেম্বর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2024 9:53 AM IST