Suvendu Adhikari: ‘বাজেট অধিবেশনে কেন রাজ্য সঙ্গীত? অগ্নিমিত্রার গাড়ি কেন আটকালো পুলিশ...?’ সুর সপ্তমে শুভেন্দু অধিকারীর

Last Updated:

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘নিয়ম বহির্ভূতভাবে অধিবেশন কক্ষে রাজ্য সঙ্গীত, নজরুল গীতি বা যে কোনও সঙ্গীত পরিবেশন করা সংবিধান বিরোধী। সরকার পক্ষ যা খুশি তাই করবে আর আমাদের সেটাই মানতে হবে এটা কখনোই হতে পারে না।’’

বাজেট অধিবেশনে কেন রাজ্য সঙ্গীত? অগ্নিমিত্রার গাড়ি কেন আটকালো পুলিশ? সুর সপ্তমে শুভেন্দু অধিকারীর
বাজেট অধিবেশনে কেন রাজ্য সঙ্গীত? অগ্নিমিত্রার গাড়ি কেন আটকালো পুলিশ? সুর সপ্তমে শুভেন্দু অধিকারীর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রাজ্য বাজেট অধিবেশনকে ঘিরে তৃণমূল- বিজেপি বাগযুদ্ধে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত থাকল বিধানসভা। বাজেট অধিবেশনের শুরুতেই অধিবেশন কক্ষে রাজ্য সঙ্গীত নিয়ে সংঘাত। জাতীয় সঙ্গীত বলে কেন রাজ্য সঙ্গীত? এই প্রশ্ন তুলে রাজ্য সঙ্গীত ‘বয়কট’ করেন শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ নিয়ম বহির্ভূতভাবে অধিবেশন কক্ষে রাজ্য সঙ্গীত, নজরুল গীতি বা যে কোনও সঙ্গীত পরিবেশন করা সংবিধান বিরোধী। সরকার পক্ষ যা খুশি তাই করবে আর আমাদের সেটাই মানতে হবে এটা কখনোই হতে পারে না।’’
বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের আগে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিবেশনের কথা বলেন। এর পরই ‘বাংলার মাটি, বাংলার জল’ গান শুরু হয়। সেই গান কার্যত বয়কট করে সঙ্গে সঙ্গেই জাতীয় সঙ্গীত ‘জনগণমন অধিনায়ক’ গাইতে শুরু করেন শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা। সরকারপক্ষ যখন রাজ্য সঙ্গীতে গলা মেলাচ্ছেন ঠিক তখনই জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন শুভেন্দু-সহ পদ্ম বিধায়করা। যা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান যে, তাঁরা কোনও অন্যায় করেননি।
advertisement
advertisement
এরপর রাজ্য বাজেট পেশ হওয়ার সময় একাধিক ইস্যুতে বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষেই হই হট্টগোল শুরু করেন। একের পর এক ঘোষণার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’র পাল্টা জয় শ্রীরাম স্লোগানও শোনা যায়। শেষমেষ বাজেট অধিবেশনে কার্যত সম্পূর্ণ অংশ নেওয়ার পর অধিবেশন শেষ হওয়ার কিছুটা আগেই অধিবেশন কক্ষ ছাড়েন শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা। এরপর সন্ধে গড়াতেই প্রায় একই সময় বিধানসভা থেকে একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেরোনোর মুহূর্তে নতুন করে আচমকা উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর।
advertisement
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে নালিশ করেন যে বিধানসভা চত্বরে তাঁর গাড়ি যেখানে রাখা ছিল সেখান থেকে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনও বের হননি তাই তাঁর গাড়িকে পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল। অগ্নিমিত্রার কাছ থেকে এই নালিশ পেয়েই ফের মুখ্যমন্ত্রী যে জায়গা দিয়ে বের হবেন সেদিকে পৌঁছে কোন পুলিশ অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে রেখেছিলেন? কেন আটকে রেখেছিলেন? এই প্রশ্ন তুলে কর্তব্যরত পুলিশ আধিকারিককে চড়া সুরে কার্যত ‘ধমক’ দিয়ে আগামী দিন যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে হয় বিরোধী শিবিরের বিধায়কদের সে ব্যাপারে সতর্ক করেন শুভেন্দু অধিকারী।
advertisement
অগ্নিমিত্রা পাল ও অন্যান্য বিজেপি বিধায়কদের নিয়ে পুলিশকর্তাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর উত্তপ্ত বক্তব্যের মাঝেই মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় এই জায়গা দিয়ে যেতেই ক্রমাগত ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সঙ্গে গলা মেলাতে মেলাতে অন্যান্য পদ্ম শিবিরের বিধায়করাও বিধানসভা চত্বর ছাড়েন। মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বের হওয়ার সময় এরপর দেখা যায় বিধানসভার কর্মচারীদের একাংশ মুখ্যমন্ত্রীর পক্ষে স্লোগান দিতে দিতে বিধানসভার ২ নম্বর গেটের দিকে যে পথে বিজেপি বিধায়করা যান সেই পথের দিকে এগোতে। যদিও শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় উত্তপ্ত পরিস্থিতিতে ইতি পড়ে। এভাবেই রাজ্য বাজেটের দিন দিনভর সরগরম ছিল বিধানসভা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘বাজেট অধিবেশনে কেন রাজ্য সঙ্গীত? অগ্নিমিত্রার গাড়ি কেন আটকালো পুলিশ...?’ সুর সপ্তমে শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement