Suvendu Adhikari on Tapas Roy: তৃণমূল ছেড়ে তাপস রায় কি তাহলে বিজেপিতেই? স্পষ্ট করে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari on Tapas Roy: সোমবার শুভেন্দুকে তাপস রায়ের তৃণমূল ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন, ''তাপস রায় আমাদের রাজ্যের খুব সিনিয়র নেতা। তিনি প্রাক্তন মন্ত্রী এবং ৪-৫ বারের বিধায়ক।''
কলকাতা: দল ছাড়ার পর বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তাপস রায়৷ আর ইস্তফা দিয়েই দল ছাড়ার কারণ জানাতে গিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বরানগরের সদ্য প্রাক্তন তৃণমূল নেতৃত্ব৷ এমন কি, বাড়িতে ইডি হানার পর পাশে না দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তাপস৷ অভিমানী তাপস বলেছেন, ‘কিছু দিন ধরেই মনে হচ্ছিল দলে আমার আর প্রয়োজন নেই৷’ খুব স্বাভাবিক ভাবেই সোমবার থেকেই জল্পনা ছড়িয়েছে, এবার দল বদলে বিজেপিতে যোগ দেবেন তাপস রায়? লোকসভায় প্রার্থীও হবেন? সেই সম্ভাবনা যে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়, তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়।
সোমবার শুভেন্দুকে তাপস রায়ের তৃণমূল ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন, ”তাপস রায় আমাদের রাজ্যের খুব সিনিয়র নেতা। তিনি প্রাক্তন মন্ত্রী এবং ৪-৫ বারের বিধায়ক। তাপস রায়ের দল ও বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তিনি যদি বিজেপিতে যোগ দিতে আবেদন করেন, তা দলে আলোচনা করে, আমরা সেই সিদ্ধান্ত জানিয়ে দেব।”
advertisement
#WATCH | On the resignation of TMC MLA Tapas Roy from his party, West Bengal LoP and BJP MLA Suvendu Adhikari says, “He is a very senior leader of our state. He is an ex-minister and has been a 4-5 time MLA…I welcome his decision to resign from the party and as an MLA. If he… pic.twitter.com/zlKCdeCmui
— ANI (@ANI) March 4, 2024
advertisement
advertisement
কিন্তু কেন দল ছাড়লেন তাপস রায়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লোকসভা ভোটের আগে শাসক দলের অস্বস্তি কয়েকগুন বাড়িয়ে দিয়েছেন তাপস রায়৷ বরানগরের প্রাক্তন বিধায়ক বলেন, ‘চারদিকেই শুধু দুর্নীতি আর দুর্নীতি৷ বিশেষত সন্দেশখালির ঘটনা আমাকে ভীষণ ভাবে নাড়া দিয়েছিল৷ মনে হয়েছিল এই দল আমার জন্য নয়৷‘
advertisement
শুধু তাই নয়, গত ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ইডি অভিযান নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছন তাপস রায়৷ বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বলেন, ‘দলেরই কয়েকজন আমার বাড়িতে ইডি-কে পাঠিয়েছিল৷ সেদিন অন্যান্য দলের সব নেতারা আমার পাশে দাঁড়িয়েছিলেন৷ অথচ আজ ৫২ দিন ধরে আমার দল আমার পাশে দাঁড়ায়নি৷ একটা কথাও কেউ বলেননি৷ এমন কি মাননীয় মুখ্যমন্ত্রী এই ৫২ দিনে আমাকে একটা ফোন করেননি, বা আমাকে ডাকেননি৷ আমার স্ত্রী, মেয়েকে সান্ত্বনা পর্যন্ত দেননি৷ তাঁরা ওই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছিল৷’
advertisement
তৃণমূল সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, তাপস রায়ের বাড়়িতে ইডি হানার পর তাঁর ফোন ইডি বাজেয়াপ্ত করেছিল৷ দিন দুয়েক পরে ফোন দুটি চালু হলে দলের পক্ষ থেকে তাপস রায়ের সঙ্গে যোগাযোগও করা হয়৷ কিন্তু তখনই তাপসের কথায় দলীয় নেতৃত্ব বুঝে গিয়েছিল যে কোনও রকম চাপে পড়েই তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 5:25 PM IST