Suvendu Adhikari: 'পশ্চিমবঙ্গ দিবস' পালন ইস্যুতে সোচ্চার বিজেপি! ৬০ বিধায়ককে নিয়ে রাজভবন যাত্রা শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari: 'পশ্চিমবঙ্গ দিবস' পালন ইস্যুতে পশ্চিমবঙ্গের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে রাজ্য সরকার।' এই অভিযোগে ৬০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে আজ, বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত প্রতিবাদ পদযাত্রা করবেন।

রাজভবন যাত্রা শুভেন্দুর
রাজভবন যাত্রা শুভেন্দুর
কলকাতা: ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন ইস্যুতে পশ্চিমবঙ্গের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে রাজ্য সরকার।’ এই অভিযোগে ৬০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে আজ, বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত প্রতিবাদ পদযাত্রা করবেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপিও তুলে দেবেন শুভেন্দু অধিকারী।
নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন,’রাজ্য সরকার প্রবলভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস বিকৃত করতে। বিজেপি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পশ্চিমবঙ্গ গঠন নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকেও উপেক্ষা করা হচ্ছে।’
advertisement
advertisement
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন। যদিও সেই বৈঠকে গরহাজির থেকেছে বিজেপি, কংগ্রেস, সিপিএম। আর সেই প্রস্তাব বিধানসভায় পেশের দিনেই বিরোধিতা করে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
রাজ্য সরকারের তরফ থেকে গত কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য তারিখের সন্ধান চলছিল। সম্প্রতি নবান্ন সভাঘরে হওয়া বৈঠকে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য একাধিক দিন উঠে আসে। পশ্চিমবঙ্গ দিবসের দিন পালনের পাশাপাশি কোন গান রাজ্যসঙ্গীত হতে পারে তা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে সরকারি স্তরে। যদিও বিজেপি যে এর তীব্র প্রতিবাদ করবে তা স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'পশ্চিমবঙ্গ দিবস' পালন ইস্যুতে সোচ্চার বিজেপি! ৬০ বিধায়ককে নিয়ে রাজভবন যাত্রা শুভেন্দুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement