Suvendu Adhikari: জগন্নাথ ধাম উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতনী সম্মেলনে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের! থাকবেন শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari: কাঁথি সনাতনী সম্মেলনের অনুমতি মামলা ঝুলে ছিল কলকাতা হাইকোর্টে। ওই সম্মেলনে প্রায় ৫০০০০ জনের জমায়েত হবে বলে দাবি করেছিলেন উদ্যোক্তারা।

কাঁথির সভায় শর্তসাপেক্ষে অনুমতি
কাঁথির সভায় শর্তসাপেক্ষে অনুমতি
কলকাতা: কাঁথির সনাতনী সম্মেলনে শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ৩০০০ জনের বেশি জমায়েত কোনও অবস্থায় করা যাবে না। কীর্তন ও অন্যান্য অনুষ্ঠান চলাকালীন সর্বোচ্চ জমায়েত হতে হবে ৩০০০। ৩০ এপ্রিল অর্থাৎ বুধবার অক্ষয় তৃতীয়ার দিন কাঁথির এই সনাতনী সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারীর।
প্রসঙ্গত, কাঁথি সনাতনী সম্মেলনের অনুমতি মামলা ঝুলে ছিল কলকাতা হাইকোর্টে। ওই সম্মেলনে প্রায় ৫০০০০ জনের জমায়েত হবে বলে দাবি করেছিলেন উদ্যোক্তারা। ওই সম্মেলনে উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারীর। ৩০ এপ্রিল একই দিনে দিঘা জগন্নাথ ধামের উদ্বোধন।
advertisement
advertisement
জগন্নাথ ধামের উদ্বোধনে ১ লক্ষ মানুষের জমায়েত হবে। ডিসেম্বরেই ঘোষণা হয়েছিল, আগামী ৩০ এপ্রিল জগন্নাথ ধাম উদ্বোধন হবে। কাঁথির সভার তাই অনুমতি দেয়নি প্রশাসন। ওইদিন ঐতিহ্যশালী নাচিন্দা মন্দিরেও ভিড় সামলাতে হয় প্রশাসনকে। তাই অনুমতি দেওয়া হয়নি। আদালতে এমনটাই জানিয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
শুধু তাই নয়, অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন তুলেছিলেন, ”৫০০০০ জমায়েত কীভাবে সম্ভব কিছু অখ্যাত মানুষের ডাকের ধর্মীয় সম্মেলনে। সত্যিটা বলুক না, আড়ালে কে ফান্ড জোগাচ্ছে, সাহায্য করছে। ব্যক্তিগতভাবে আমার পক্ষে ১০টা বায়োটয়লেট জোগাড় করা সম্ভব নয়। কে দিচ্ছে ৩০টির বেশি বায়ো টয়লেট। বাজেট কী এই অনুষ্ঠানের?” নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের।
advertisement
পাশাপাশি ধর্ম সম্মেলনের অনুমতি চেয়ে প্রথম মামলাকারী রামেশ্বর বেরা সই জাল করে মামলা দায়েরের অভিযোগ উঠেছিল। প্রথম মামলাকারী রামেশ্বর বেরা’র সই যাচাই করতে CFSL-কে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দ্বিতীয় মামলাকারী শঙ্কর বেরার দায়ের করা মামলার এদিন অবশ্য শর্তসাপেক্ষে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: জগন্নাথ ধাম উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতনী সম্মেলনে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের! থাকবেন শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement