Suvendu Adhikari: মিলল না পুলিশের অনুমতি! বাতিল শুভেন্দু অধিকারীর কর্মসূচি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি নেতার

Last Updated:

বিজেপিকে ভোট দেওয়ার কারণে নাগরিক পরিষেবা থেকে বঞ্চনার অভিযোগের পাশাপাশি, পুলিশকে সঙ্গে নিয়ে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো সহ নানা অভিযোগকে সামনে রেখে‌ জেলা বিজেপির ডাকে ধরনা আন্দোলন কর্মসূচিতে বৃহস্পতিবার বিকেলে রামপুরহাটে উপস্থিত হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর।

দক্ষিণবঙ্গ: বৃহস্পতিবার বিকেলে নানা ইস্যু নিয়ে রামপুরহাটের এসডিও অফিসের সামনে ধরনা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ বিজেপির তরফে থেকে ৩ দিন আগে এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতিও চাওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি৷ কিন্তু, শেষ মুহূর্তে পুলিশ অনুমতি না দেওয়ায় শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি বাতিল ঘোষণা করা হল।
কর্মসূচি বাতিল হওয়ার পরেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুলিশ এবং প্রশাসনকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পোস্টে লেখেন, এই প্রথম নয়, এর আগেও তাঁকে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে প্রশাসন বাধা দিয়েছে৷ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে আদালতের শরণাপন্নও হয়েছেন তিনি৷ রামপুরহাটের এই ঘটনার ক্ষেত্রেও শুভেন্দু আদালতের দ্বারস্থ হয়ে খুব তাড়াতাড়িই রামপুরহাটে যাবেন বলে জানিয়েছেন নিজের পোস্টে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ‘সংযত আচরণ করুন,’ শুভেন্দু অধিকারীর নিগ্রহের অভিযোগে বিবৃতি স্পিকারের
বিজেপিকে ভোট দেওয়ার কারণে নাগরিক পরিষেবা থেকে বঞ্চনার অভিযোগের পাশাপাশি, পুলিশকে সঙ্গে নিয়ে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো সহ নানা অভিযোগকে সামনে রেখে‌ জেলা বিজেপির ডাকে ধরনা আন্দোলন কর্মসূচিতে বৃহস্পতিবার বিকেলে রামপুরহাটে উপস্থিত হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর।
advertisement
আরও পড়ুন: ‘যদি অবাঞ্ছিত ঘটনা ঘটে…,’ শারীরিক নিগ্রহের অভিযোগে এবার সরাসরি স্পিকারকে চিঠি শুভেন্দু অধিকারীর!
কিন্তু যেহেতু পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি, তাই শুভেন্দু অধিকারী সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় পুলিশের তরফে অনুমতি না নেওয়ার পাশাপাশি দলের তরফ থেকে যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল সেই নথিও তুলে ধরে সরব হন শুভেন্দু।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: মিলল না পুলিশের অনুমতি! বাতিল শুভেন্দু অধিকারীর কর্মসূচি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি নেতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement