Suvendu Adhikari: ২২ জানুয়ারি বাংলায় রুটমার্চ-সহ কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দু অধিকারীর

Last Updated:

রাম মন্দির উদ্বোধনের দিন এ রাজ্যের স্পর্শকাতর এলাকা গুলিতে আধা সামরিক বাহিনী মোতায়েন ও রুটমার্চ করানোর দাবি জানালেন শুভেন্দু অধিকারী।

২২ জানুয়ারি বাংলায় রুটমার্চ-সহ কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দু অধিকারীর
২২ জানুয়ারি বাংলায় রুটমার্চ-সহ কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দু অধিকারীর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রাম মন্দির উদ্বোধনের দিন এ রাজ্যের স্পর্শকাতর এলাকা গুলিতে আধা সামরিক বাহিনী মোতায়েন ও রুটমার্চ করানোর দাবি জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অতীতের বেশ কিছু অশান্তির ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে কারণেই এই আধা সামরিক বাহিনী মোতায়েন করার দাবি জানিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘আমি সংবিধানের যারা রক্ষাকর্তা রয়েছেন তাদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও দাবি জানাচ্ছি যাতে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন সুষ্ঠুভাবে পালন করার লক্ষ্যে তারাও যাতে বাংলার অতীতের নানান অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন আধা সামরিক বাহিনী মোতায়েন করার বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখেন। ২২ তারিখ সেনসিটিভ এলাকায় প্যারামিলিটারি ফোর্স মোতায়েন ও রুটমার্চ করার জন্য আমি রাজ্যপালকে বলব তিনি যেন কেন্দ্রকে অবিলম্বে এ ব্যাপারে জানান।’’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাসক দল তৃণমূলকে কড়া আক্রমণ করে শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘রাম মন্দির উদ্বোধনের দিন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে সেদিন অশান্তি পাকানোরও চেষ্টা করতে চাইছে শাসক দল। এর থেকে সবাই সতর্ক থাকুন।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ২২ জানুয়ারি বাংলায় রুটমার্চ-সহ কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement