'প্রকৃত রহস্য সামনে আসবে', টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ নিয়ে অমিত শাহের দ্বারস্থ শুভেন্দু!

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,  'পুলিশি তদন্তে আস্থা নেই। তাই আমরা চাই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে এই ঘটনার তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ'।

অমিত শাহের দ্বারস্থ হবেন শুভেন্দু
অমিত শাহের দ্বারস্থ হবেন শুভেন্দু
ভেঙ্কটেশ্বর লাহিড়ী , কলকাতা: টিটাগড় স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখবেন বলে জানালেন বিরোধী দলনেতা।
স্কুলের ছাদে ফেটেছে বোমা। আতঙ্ক টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে। অল্পের জন্য রক্ষা পেলেন পড়ুয়া ও শিক্ষকরা। শনিবার ক্লাস চলাকালীন আচমকা বিকট শব্দ। ধোঁয়ায় ঢাকল আকাশ। বোমা ফাটে স্কুলের ছাদে।  টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুল। ঘিঞ্জি এলাকায় স্কুল। প্রায় ১৩০০ পড়ুয়া। এই স্কুলের ছাদে শনিবার সকালে ঘটে বিস্ফোরণ। যা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলে তখন সেকেন্ড পিরিয়ডের ক্লাস চলছিল। কিছুক্ষণ বাদেই টিফিন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে টিটাগড়ের এই উচ্চ মাধ্যমিক স্কুল।
advertisement
advertisement
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলোক রাজোরিয়া বলেন, কীভাবে এই বিস্ফোরণ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্কুল শিক্ষার জায়গা। সেখানেই বিস্ফোরণ। কোথা থেকে এল বোমা? কেনই বা স্কুলের মধ্যে বিস্ফোরণ? তারই এখন উত্তর খুঁজছে পুলিশ। টিটাগড়ের সাউথ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে আচমকাই স্কুলের ছাদে বিস্ফোরণের তীব্র আওয়াজ পান শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। তার জেরে হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। ছড়িয়ে পড়ে আতঙ্কও। দেখা যায় স্কুলের ছাদে সিঁড়ির অংশে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় স্কুলের ছাদের একটি অংশ উড়েও যায়।
advertisement
বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। ওই স্কুলে বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি বোমা স্কুলেই মজুত করা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় ওই স্কুল। সেখানে কারা বিস্ফোরণ ঘটাল? তা খতিয়ে দেখছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের তরফে এক শিক্ষক বলেন, 'খুব জোরালো আওয়াজ হয়েছে। সেই সময় আমরা স্টাফ রুমে বসেছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে বোমা পড়েছে। এর পর বাইরে বেরিয়ে দেখি স্কুলের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর পর আমরা ছাদে এসে দেখি সেখানে বোমা পড়েছে'।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শনিবার রাতে বেহালায় এক অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,  'পুলিশি তদন্তে আস্থা নেই। তাই আমরা চাই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে এই ঘটনার তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ'। গোটা বাংলা এখন বারুদের  স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে বলে দাবি করে শুভেন্দু বললেন,' সোমবারই আমি এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখব, যাতে টিটাগড় স্কুলের বিস্ফোরণের ঘটনার তদন্তভারও দেওয়া হয় এনআইএ-কে'।
বাংলা খবর/ খবর/কলকাতা/
'প্রকৃত রহস্য সামনে আসবে', টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ নিয়ে অমিত শাহের দ্বারস্থ শুভেন্দু!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement