Suvendu Adhikari on Muslim Votes: 'কোনওদিন বলিনি সংখ্যালঘু ভোট চাই না!' হঠাৎ সুরবদল শুভেন্দুর? কটাক্ষ কুণালের

Last Updated:

রাজ্যে এসআইআর শুরুর আবহের মধ্যেই হঠাৎ সুরবদল বিরোধী দলনেতার গলায়৷

শুভেন্দুর সুরবদল, কটাক্ষ কুণালের৷
শুভেন্দুর সুরবদল, কটাক্ষ কুণালের৷
এতদিন রাজ্যে সংখ্যালঘু ভোটারদের ভোট বাদ দিয়েই নিজেদের ভোটের রণকৌশল সাজানোর কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ধর্মীয় রাখঢাক না করেই ধর্মীয় মেরুকরণের কথা বলেছেন তিনি৷ কিন্তু রাজ্যে এসআইআর শুরুর আবহের মধ্যেই হঠাৎ সুরবদল বিরোধী দলনেতার গলায়৷ শুভেন্দু অধিকারী দাবি করলেন, বিজেপি সংখ্যালঘু ভোট চায় না, একথা তিনি কখনও বলেননি৷
রবিবার ভবানীপুরে বিজেপির একটি জনসভায় বিরোধী দলনেতা বলেন, ‘আমি কোনওদিন বলিনি যে আমরা সংখ্যালঘু ভোট চাই না৷ আমি বলেছি আমরা সংখ্যালঘুদের সমর্থন পাই না৷ শুধু তাই নয়, এসআইআর নিয়েও সংখ্যালঘুদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা৷ তিনি বলেন, এসআইআর মানে এনআরসি নয়৷ আমরা বার বার বলছি, কোনও ভারতীয় মুসলিমের নাম এসআইআর-এ বাদ যাবে না৷ বিহারের মতো এখানেও এসআইআর শেষ হলে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হবে৷ সেই তালিকা উপর ভিত্তি করেই নির্বাচন হবে৷’
advertisement
যদিও সংখ্যালঘুদের উদ্দেশে শুভেন্দু অধিকারীর বার্তাকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘এখন উনি বুঝতে পারছেন যে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে৷ ফলে এখন এই ধরনের সুরবদল আরও শোনা যাবে৷ এসআইআর নিয়ে বিজেপি মাঝপথে ফেঁসেছে৷ শান্তনু ঠাকুরকে এখন বলতে হচ্ছে এসআইআর-এ নাম বাদ গেলে সিএএ-এর জন্য ক্যাম্প করতে হবে৷ বিজেপি আগুন নিয়ে খেলছে৷ যে পদ্ধতিতে এসআইআর করা হচ্ছে তাতে হিন্দু, মুসলিম সবাই বিপদে পড়বেন৷ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি ভোটার লিস্টে অদল বদল করতে চাইছে৷’
advertisement
advertisement
রবিবারও ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ তিনি দাবি করেন, ভবানীপুরে বিজেপি-র টিকিটে যাকেই প্রার্থী করা হবে, তিনিই জিতবেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari on Muslim Votes: 'কোনওদিন বলিনি সংখ্যালঘু ভোট চাই না!' হঠাৎ সুরবদল শুভেন্দুর? কটাক্ষ কুণালের
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement