Suvendu Adhikari : "...কারণ ওই সময় থেকেই ওঁর ভাইপো কয়লা - গরুতে হাত পাকাতে শুরু করেন", ফের মমতার বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু

Last Updated:

Suvendu Adhikari || "দুর্নীতির বিরুদ্ধে এজেন্সিগুলির লড়াই কোনওভাবে প্রভাবিত হবে না।" মন্তব্য শুভেন্দু অধিকারীর

বিস্ফোরক শুভেন্দু
বিস্ফোরক শুভেন্দু
#কলকাতা: বিধানসভায় তরজার পরে সাংবাদিক বৈঠকে আরও একবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী৷ "বিধানসভার কার্যবিবরণীর ১৬৯ ধারায় পাশ করা প্রস্তাবের কার্যকারিতা নেই। এই প্রস্তাব পাশের ফলে সংবিধান দ্বারা নির্দিষ্ট ইডি-সিবিআইয়ের কার্যপদ্ধতিতে প্রভাব পড়বে না। দুর্নীতির বিরুদ্ধে এজেন্সিগুলির লড়াই কোনওভাবে প্রভাবিত হবে না।" সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা৷
পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি৷ বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে সিবিআইকে তদন্তের জন্য রাজ্যের দেওয়া সম্মতিপত্র প্রত্যাহার করে নেন। কারণ ওই সময় থেকেই ওঁর ভাইপো কয়লা - গরুতে হাত পাকাতে শুরু করেন। আদালতের নির্দেশে তদন্ত করছে ইডি - সিবিআই। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।" সম্প্রতি, রাজ্যের শিক্ষা দূর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হন। এর পর, গরু ও কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, অরূপ রায়, মলয় ঘটক-সহ একাধিক মন্ত্রী ও বিধায়ক ইডি ও সিবিআই-এর নজরে। এসএসসি নিয়োগ দুর্নীতি৷ পার্থ-কল্যাণময়ের গ্রেফতার সব কিছু নিয়েই রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেন শুভেন্দু৷
advertisement
advertisement
আরও পড়ুন: ওয়াকিটকির হাতেই তুলি, মা দুর্গার চক্ষুদানে ব্যস্ত ‘কনস্টেবল’ সুকুমার
তবে এদিন অবশ্য বিধানসভায় দেখা যায় এক বেনজির দৃশ্য৷ বিধানসভায় বিরোধী বেঞ্চের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী৷ সেখানে গিয়ে বিজেপি বিধায়কদের শুভেচ্ছা জানান তিনি৷ শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ পাল্টা মুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা৷ পাল্টা নমস্কার করেন তিনি৷ ২০২০ সালের ডিসেম্বরে দল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী৷ সেই ২০২০ সাল থেকে ২০২২, এই সময়ের মধ্যে এমন সৌজন্যের নজির দেখা যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari : "...কারণ ওই সময় থেকেই ওঁর ভাইপো কয়লা - গরুতে হাত পাকাতে শুরু করেন", ফের মমতার বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement