ই-মনোনয়নে স্থগিতাদেশ, ১৪ মে হতে পারে নির্বাচন, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Last Updated:
ই-মনোনয়নে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ৷ অথার্ৎ পঞ্চায়েত নির্বাচনে আর কোনও বাধা রইল না ৷ ই-মনোনয়নে না নিতে হলে নির্বাচন কমিশনের যা প্রস্তুতি রয়েছে তাতে ১৪ মে পঞ্চায়েত নির্বাচন একেবারই সম্ভব ৷
#কলকাতা:
ই-মনোনয়ন নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। অর্থাৎ ই-মেলে পাঠানো মনোনয়ন আপাতত বৈধ নয়। ফলে, শীর্ষ আদালতের নির্দেশে ১৪ মে পঞ্চায়েত ভোট হতে আর কোন বাধা নেই। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নাম আপাতত বিজ্ঞপ্তিতে রাখা যাবে না বলেও নির্দেশ শীর্ষ আদালতের।
রাজ্যের পঞ্চায়েত আইনে ই-মনোনয়নের উল্লেখ নেই। তাই আপাতত ই-মনোনয়নকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া যাবে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট।
advertisement
advertisement
৩ রা জুলাই ই-মনোনয়ন মামলার পরবর্তী শুনানি। আদালতের নির্দেশে নির্দিষ্ট দিনে অর্থাৎ ১৪ মে-ই হচ্ছে পঞ্চায়েত ভোট। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর কয়েকটি বিষয় স্পষ্ট।
ই-মনোনয়ন নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে স্থগিতাদেশ
১৪ মে ভোট হতে কোনও বাধা নেই
বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী প্রার্থীদের নাম বিজ্ঞপ্তিতে আপাতত থাকবে না
advertisement
তবে তাদের দেওয়া সার্টিফিকেট বলবৎ থাকছে
ই-নমিনেশন ও একইসঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের মামলার প্রভাব কি নির্বাচনে পড়বে? আপাতত তার সম্ভাবনা দেখছেন না আইন বিশেষজ্ঞরা।
ই-মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের ভবিষ্যৎ স্থির হবে মামলার রায়ে
রাজ্যের ১৮ হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন প্রার্থীরা
যার মধ্যে রয়েছে ই-মনোনয়ন দেওয়া ২০০-২৫০ জন
advertisement
পঞ্চায়েত আইনের ৪০ (২) ধারায় বিজয়ীদের সার্টিফিকেট দেওয়া হয়েছে
কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তিতে বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করা যাবে না
তবে তাতে ভোট গ্রহণের কাজ আটকাবে না
এমনকি জয়ী প্রার্থীদের কাজেও আপাতত কোনও বাধা নেই
ই-মনোনয়ন ঘিরে ভবিষ্যতে আইনি যুদ্ধের সম্ভাবনা থাকল। তবে ১৪ মে পঞ্চায়েত ভোট নিশ্চিত হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে।
advertisement
আরও পড়ুন: কবে ভোট ঠিক করবে নির্বাচন কমিশন: হাইকোর্ট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2018 3:07 PM IST