ই-মনোনয়ন অন্তর্বতীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, ১৮ হাজার আসনে ফল ঘোষণা স্থগিত
Last Updated:
ই-মনোনয়নে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ৷ ৩ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ ফলে ওই আসনগুলির ফলাফল ঘোষণা করা হবে না ৷
#কলকাতা: ই-মনোনয়নে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ৷ ৩ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ ফলে ওই আসনগুলির ফলাফল ঘোষণা করা হবে না ৷ শীর্ষ আদালতের নির্দেশে ১৪ মে পঞ্চায়েত ভোট হতে আর কোন বাধা নেই। তবে বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী প্রার্থীদের নাম আপাতত বিজ্ঞপ্তিতে রাখা যাবে না বলেও নির্দেশ শীর্ষ আদালতের।
আরও পড়ুন: কবে ভোট ঠিক করবে নির্বাচন কমিশন: হাইকোর্ট
বামেদের অনলাইনে মনোনয়নকে বৈধতা দিয়েছে হাইকোর্ট ৷ মঙ্গলবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের যুগান্তকারী রায়ে বামেদের অনলাইনে মনোনয়ন জমা দেওয়া মান্যতা পেয়েছে ৷ কিন্তু হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যাবে নির্বাচন কমিশন ৷ আপাতত ই-মনোনয়ন গ্রহণ করার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তাতে অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ এর জেরে কেবল সেই আসনগুলিতে নির্বাচন হবে না ৷ পরবর্তী শুনানিতে ওই আসনগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে বাকি জায়গায় ভোট করতে কোনও অসুবিধা রইল না ৷
advertisement
advertisement
রাজ্য পঞ্চায়েত আইনে ই-মনোনয়নের স্বীকৃতি নেই। তাই এখন ই-মনোনয়নকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া যাবে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2018 3:57 PM IST