Partha Chatterjee case in Supreme Court: সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, পার্থর আবেদন ফিরিয়ে দিল শীর্ষ আদালত
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সুপ্রিম কোর্টে যেদিন মামলার আবেদন বাতিল হল, সেদিনই সিবিআই তদন্তকারীদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়।
#নয়াদিল্লি : স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার আবেদনপত্র ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। আবেদনপত্রে একাধিক ত্রুটি থাকায় সেই আবেদনপত্র বাতিল হয়ে যায়। ফলে এখনই পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি হচ্ছে না। তবে ত্রুটি সংশোধন করে ফের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতিতে সিবিআইকে তদন্তের ভার দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রাজ্যের শিক্ষামন্ত্রী। যদিও ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
advertisement
সুপ্রিম কোর্টে যেদিন মামলার আবেদন বাতিল হল, সেদিনই সিবিআই তদন্তকারীদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়। আজ সকালে দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে আইনজীবীদের সঙ্গে শলাপরামর্শ করেন তিনি। এরপর সকাল ১০টার কিছু পরে নিজাম প্যালেসে যান তিনি। নিজের আয় ব্যয়ের হিসেবের প্রমাণপত্র হিসেবে ব্যাঙ্ক স্টেটমেন্ট কেন্দ্রীয় তদন্তকারীদের জমা দেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
advertisement
সিবিআই তদন্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও তাতে কোনও কাজ হয়নি। অন্তত তদন্তকারীদের সামনাসামনি হওয়ার আগে সুপ্রিম রক্ষাকবচ চেয়েছিলেন তিনি। যদিও তা মেলেনি। তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিবিআই, ইডি-র ডাকে হাজিরা এড়াবেন না দলের কোনও নেতা। সমস্ত নেতা মন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়াতে নিষেধ করে তদন্তে সহযোগিতা করতে বয়লা হয়েছে।
advertisement
সেই মতো আজ কোনও রক্ষাকবচ ছাড়াই রাজ্যের শিক্ষামন্ত্রী সিবিআই দফতরে হাজিরা দেন। সম্প্রতি রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি নিয়ে এসএসসি দুর্নীতির বিষয়টি ব্যাপক আকার নেয়। অঙ্কিতাকে বরখাস্ত করার পাশাপাশি বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
আদালত আরও জানিয়ে দিয়েছে, শিক্ষকের কোনও মর্যাদা তাঁর থাকবে না এবং স্কুলেও ঢুকতে পারবেন না রাজ্যের মন্ত্রীর মেয়ে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমগুলিতে জোর চর্চা হয়। পরেশ অধিকারীকেও নজরে রাখছে সিবিআই। প্রয়োজনে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে তাঁকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2022 3:01 PM IST