Supreme Court DA Order: ৬ সপ্তাহের মধ্যে মেটাতে হবে ২৫ শতাংশ বকেয়া ডিএ, রাজ্যকে সময় বেঁধে দিল শীর্ষ আদালত!

Last Updated:

রাজ্য সরকারের অর্থ মন্ত্রক সূত্রে খবর, প্রায় দশ লক্ষ রাজ্য সরকারি কর্মচারি এবং পেনশনভোগী সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে উপকৃত হবেন৷

রাজ্যকে কতটা সময় দিল শীর্ষ আদালত?
রাজ্যকে কতটা সময় দিল শীর্ষ আদালত?
ছ সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে৷ ডিএ মামলার অর্ডার কপি বা নির্দেশনামায় এ কথাই জানাল সুুপ্রিম কোর্ট৷ যদিও এই নির্দেশ নিয়ে কোনওপক্ষের আপত্তি থাকে তাহলে ৪ সপ্তাহের মধ্যে লিখিত ভাবে তা আদালতকে জানাতে হবে বলেও নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে৷ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৪ অগাস্ট৷
প্রসঙ্গত, গতকালই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মেহতার বেঞ্চ এই নির্দেশ দেয়৷ এর ফলে রাজ্য সরকারকে বকেয়া ডিএ বাবদ প্রায় ১০,৪২৫ কোটি টাকা রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মিটিয়ে দিতে হবে৷
রাজ্য সরকারের অর্থ মন্ত্রক সূত্রে খবর, প্রায় দশ লক্ষ রাজ্য সরকারি কর্মচারি এবং পেনশনভোগী সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে উপকৃত হবেন৷ তাঁদের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ পেনশনভোগীও রয়েছেন৷ ২০০৯ সালের ১ জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা৷
advertisement
advertisement
গতকাল শুনানি চলাকালীন অবশ্য প্রথমে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ৫০ শতাংশ মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে বলেছিল৷ বিচারপতিদের এই পর্যবেক্ষণ শুনেই রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আর্জি জানিয়ে বলেন, ৫০ শতাংশ মহার্ঘভাতা দিতে গেলে ২০ হাজার কোটি টাকারও বেশি প্রয়োজন৷ এই পরিমাণ অর্থ মেটাতে গেলে রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থার কোমর ভেঙে যাবে৷ রাজ্যের এই আর্জি শোনার পর শেষ পর্যন্ত আপাতত ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন দুই বিচারপতি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Supreme Court DA Order: ৬ সপ্তাহের মধ্যে মেটাতে হবে ২৫ শতাংশ বকেয়া ডিএ, রাজ্যকে সময় বেঁধে দিল শীর্ষ আদালত!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement