কলকাতা: আচমকা পড়ে গিয়ে শিরদাঁড়ায় চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা তথাগত রায়। তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পদ্ম শিবিরের অন্য নেতৃত্বরা তাঁকে দেখতে হাসপাতালে যান৷ সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
রবিবার সন্ধ্যায় একটি ট্যুইট করে তিনি নিজেই জানিয়েছিলেন, ‘'সকলকে জানিয়ে রাখি, রবিবার সকালে বাজেভাবে পড়ে গিয়েছিলাম। শিরদাঁড়ায় চিড় ধরেছে। হাসপাতালে ভর্তি রয়েছি।’'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikari, Tathagata Roy