Sukanta Majumder: রাজ্য জুড়ে বালি পাচারের এক বিশাল চক্র সক্রিয় অভিযোগ সুকান্ত মজুমদারের
- Published by:Salmali Das
- Reported by:Susmita Mondal
Last Updated:
Sukanta Majumder: সুকান্তের বিস্ফোরক অভিযোগ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার দাবি করেন, রাজ্য জুড়ে বালি পাচারের এক বিশাল চক্র সক্রিয়।
কলকাতাঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে বালি পাচার নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চাঞ্চল্যকর অভিযোগ। তিনি সরাসরি রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বলেছেন, দিল্লিতে বসে বালি পাচারের নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুকান্তের বিস্ফোরক অভিযোগ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার দাবি করেন, রাজ্য জুড়ে বালি পাচারের এক বিশাল চক্র সক্রিয়।
তিনি বলেন, “বাংলার বালি চুরি হয়ে বিহার, ঝাড়খণ্ড-সহ অন্য রাজ্যে চলে যাচ্ছে। এই টাকা সরাসরি দিল্লিতে চলে যাচ্ছে।” তিনি আরও দাবি করেন, এই পাচারের সঙ্গে জড়িত ট্রাকগুলির কোনও বৈধ কাগজপত্র থাকে না, কিন্তু শাসকদলের এক প্রভাবশালী নেতার হাত থাকার কারণে পুলিশও তাদের ধরতে পারে না। সুকান্ত মজুমদার যদিও নাম সরাসরি বলেননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে সেই ব্যক্তি দিল্লিতে বসে বাংলার এই অবৈধ কারবার পরিচালনা করছেন। এই অভিযোগের পর থেকেই রাজনৈতিক মহলে এই ‘পিসতুতো ভাই’ কে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
advertisement
advertisement
বিরোধীরা বলছে, এই বালি পাচার শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতি নয়, এটি আইনশৃঙ্খলারও চরম অবনতি। এই অভিযোগের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, এই বিস্ফোরক অভিযোগের পর শাসক দলের পক্ষ থেকে দ্রুত পাল্টা জবাব আসবে। ইতিমধ্যেই বালি পাচার মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়ে লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সোমবার ভোর থেকে রাত পর্যন্ত টানা তল্লাশি চালিয়ে মেদিনীপুরের এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৫ লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার করেছেন তদন্তকারীরা। রাজ্যে ফের সামনে এসেছে বালি মাফিয়াদের ভয়ংকর দৌরাত্ম্য এর অভিযোগ।
advertisement
সরকারি নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে নদী থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চলছে, যা এখন প্রযুক্তিগত জালিয়াতির মাধ্যমে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে বলেও অভিযোগ জমা পড়েছে থানায়। তার উপর ভিত্তি করে সোমবার রাজ্যের ২২টি জায়গায় তল্লাশি অভিযানে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আধিকারিকরা একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন বলেও খবর। এবার সেবিষয়ে সুকান্ত মজুমদারের রাজনৈতিক বক্তব্য আলাদা মাত্রা যোগ করছে বলেই মত রাজনৈতিক মহলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 11:11 PM IST