Sukanta Majumdar : রাজ্যের আইনশৃঙ্খলা ও পুলিশকে উদ্দেশ্য করে 'অশালীন' মন্তব্যের জের, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা রুজু করল বরতলা থানা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Sukanta Majumdar : ফের অস্বস্তিতে সুকান্ত মজুমদার। রাজ্যের আইনশৃঙ্খলা ও পুলিশকে উদ্দেশ্য করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে অশালীন মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে সুকান্তর বিরুদ্ধে মামলা রুজু করল বরতলা থানা পুলিশ।
কলকাতা: ফের অস্বস্তিতে সুকান্ত মজুমদার। রাজ্যের আইনশৃঙ্খলা ও পুলিশকে উদ্দেশ্য করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে অশালীন মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে সুকান্তর বিরুদ্ধে মামলা রুজু করল বরতলা থানা পুলিশ। ১৮ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার তরফে সুকান্তর মন্তব্যের প্রেক্ষিতে লিখিত অভিযোগ করা হয়। এরপরেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা রুজু করল বরতলা থানা।
বিএনএস ৭৯/৩৫২ নম্বর ধারা অর্থাৎ অশালীন মন্তব্য, মহিলার শালীনতায় আঘাত আনা অর্থাৎ শ্লীলতাহানি এবং ইচ্ছাকৃত ভাবে অপমানজনক মন্তব্য করা, যার ফলে কাউকে অপমান করা হয়ে থাকে ও সেই মন্তব্যের জেরে শান্তি বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা থাকে- এই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করল পুলিশ।
advertisement
advertisement
বার বার একের পর এক বিতর্কে জড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যের পুলিশ ও আইন ব্যবস্থা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে যৌনকর্মীদের প্রসঙ্গ তুলে অশালীন মন্তব্যের বিতর্কের জেরে এবার বেশ বেকায়দায় বিজেপি রাজ্য সভাপতি। এই নিয়ে সুকান্তকে নিশানা করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে। তবে তীব্র সমালোচনার মুখেও অনড় সুকান্ত। তাঁর কথায়, তিনি ঠিকই বলেছেন।
advertisement
শুক্রবার ভবানীপুরে বিজেপির রাজ্য সভাপতিকে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে কুরুচিকর মন্তব্য করেন সুকান্ত। সমাজ মাধ্যমে ও সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। তারই পরিপ্রেক্ষিতে এবার থানা পর্যন্ত গড়ালো জল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 5:44 PM IST