Sukanta Majumdar: ‘ভুয়ো জিএসটির মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে...’ বিস্ফোরক অভিযোগ সুকান্তর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বিজেপির সল্টলেক অফিসে সাংবাদিক বৈঠকে জিএসটির টাকা ‘চুরি’-র বিস্ফোরক অভিযোগ আনলেন সুকান্ত মজুমদার।
কলকাতা: বিজেপির সল্টলেক অফিসে সাংবাদিক বৈঠকে জিএসটির টাকা ‘চুরি’-র বিস্ফোরক অভিযোগ আনলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় চুরি ও দুর্নীতি শিল্পে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকার জিএসটি চালু করে । কিছুদিন পর জিএসটি চুরি করার কলা কৌশল চালু করেছে এই রাজ্যের সরকার।’’
advertisement
সুকান্ত মজুমদারের কথায়, ‘‘কেন্দ্রীয় সরকার কর চুরি আটকাতে জিএসটি চালু করেছিল । জিএসটি চালু হওয়ার কিছুদিন পরেই উত্তরবঙ্গে এই নিয়ে ব্যাপক দুর্নীতি শুরু হয় । উত্তরবঙ্গে যত গাড়ি ঢোকে, সবার থেকে জিএসটির ভুয়ো ভাউচার বানিয়ে বাংলার মানুষের কোটি কোটি টাকা লুঠ হচ্ছে ।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘আলকাতরা থেকে গুটখা সব জায়গায় চুরি হচ্ছে জিএসটি। গত তিন বছরে সবচেয়ে বেশি হয়েছে এই চুরি। আমি ইতিমধ্যেই এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইকে জানিয়েছি। শীঘ্রই লিখিতভাবে অভিযোগ জানাব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2024 6:00 PM IST