Sukanta Majumdar: আজ ধর্মঘটের ডাক, সরকারি কর্মীদের 'ব্রেক অফ সার্ভিস' হলে বিজেপি ক্ষমতায় এলেই সব শাস্তি প্রত্যাহার করা হবে...বড় ঘোষণা সুকান্ত মজুমদারের
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ধর্মঘট শুরুর মুখে রাজ্য সরকারি কর্মচারীদের বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘আজ ধর্মঘটে অংশ নিয়ে যদি কোনও সরকারি কর্মচারীর ব্রেক অফ সার্ভিস হয় তাহলে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত সরকারি কর্মচারীদের 'ব্রেক অফ সার্ভিস' প্রত্যাহার করে নেবে।’’ ধর্মঘট শুরুর মুখে রাজ্য সরকারি কর্মচারীদের বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আজ, শুক্রবার সরকারি কর্মচারীরা যে ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন সেই দাবিকে বাইরে থেকে পূর্ণ সমর্থন জানালেও পথে নেমে ধর্মঘট সফল করার জন্য যে রাজ্য বিজেপি রাস্তায় নামবে না সে কথাও স্পষ্ট করলেন সুকান্ত মজুমদার। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বললেন, ‘‘ধর্মঘট ঠেকাতে রাজ্য সরকারের অর্থ দফতর যে নির্দেশিকা জারি করেছে তা নিয়ে কেউ যদি আদালতের দ্বারস্থ হন সেক্ষেত্রে রাজ্য সরকারের মুখ পুড়বে। কারণ যে কোনও কর্মচারীদের ধর্মঘট করা তাদের নৈতিক অধিকারের মধ্যে পড়ে। সরকারি কর্মচারীদের প্রতি সরকারের এই বঞ্চনায় আমরা আগামী দিনেও আন্দোলনকারীদের পাশে থাকব।’’ আর বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতাও মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেন বঙ্গ বিজেপির সেনাপতি সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
আজ, শুক্রবার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজকের ধর্মঘট নিয়ে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, 'সরকারি কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। কোনও ক্যাজুয়াল লিভ বা কোনও ছুটি এদিন প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে দেওয়া হবে না। যারা অনুপস্থিত থাকবেন, তাদেরকে শো-কজ নোটিস দিতে হবে প্রতিটি দফতর থেকে। কেন তারা ১০ মার্চ অনুপস্থিত থাকলেন তার উত্তর দিতে হবে। যারা শো-কজ নোটিসের কোনও রেসপন্স করবেন না তাঁদের বিভাগীয় তদন্তের মধ্যে দিয়ে যেতে হবে। ২৪ মার্চের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2023 7:23 AM IST










