University of North Bengal: উপাচার্য গ্রেফতারের দিনেই ক্যাম্পাসে আগুনে নথি পোড়ানোর চাঞ্চল্যকর অভিযোগ সুকান্ত মজুমদারের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কোন তথ্য গোপন করতে কী কী নথি জ্বালিয়ে দেওয়া হল? প্রশ্ন তুলে তদন্তের দাবি সুকান্তর।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- ‘‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কি? কিসের তথ্য গোপন করতে কি কি নথি জ্বালিয়ে ফেলা হল? উপস্থিত ব্যক্তিদের মধ্যে গ্রেফতার হওয়া উপাচার্যও নেই তো? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই ঘটনার তদন্ত দাবি করছি...।’’ বক্তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সোশ্যাল মিডিয়ায় তিনি আগুন জ্বলার একটি ভিডিও পোস্ট সহযোগে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ জনসমক্ষে তুলে ধরেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্যুইটের ব্যাখ্যা দিতে গিয়ে সুকান্ত মজুমদার বললেন, ‘‘ঠিক যেদিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হলেন ঠিক সেদিনই ক্যাম্পাস চত্বরে আগুন কেন। তাঁর দাবি, সেই আগুনে কয়েকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে নথি পোড়াতে। এখানেই রহস্য। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে আগুনে কি পোড়ানো হচ্ছে? প্রশ্ন তুলে রহস্য উদঘাটনে তদন্ত দাবি করেছেন সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
পাশাপাশি তিনি এও বলেন, ‘আমি খুব মর্মাহত। লজ্জিত, এই কারণে যে ওই বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম। দুর্নীতি কোন পর্যায়ে গেলে একজন উপাচার্যকে গ্রেফতার হতে হয়। সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতার হওয়া থেকেই স্পষ্ট যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার কতটা দুর্নীতিগ্রস্ত'। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই আগেই তল্লাশি চালিয়েছিল উত্তরবঙ্গে তাঁর অফিস ও কলকাতার বাড়িতে। এই প্রথম কোনও উপচার্যকে গ্রেফতার করল সিবিআই। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।
advertisement
সোমবার নিজাম প্যালেসে সুবীরেশ ভট্টাচার্যকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদের পরও নিজের অবস্থানে অনড় ছিলেন সুবিরেশ বলে দাবি সিবিআইয়ের। এদিন সকাল ১১ টা নাগাদ নিজাম প্যালেস-এ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেকে পাঠিয়েছিল সিবিআই, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার তাঁকে গ্রেফতার করা হয়। আর সেই রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগুনে নথি পোড়ানোর ভিডিও-সহ চাঞ্চল্যকর দাবি সামনে আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 6:35 AM IST