Sukanta Majumdar: ২০২৪-এর মধ্যে তৃণমূলের 'এই' পরিণতি! সুকান্ত মজুমদারের হুঁশিয়ারিতে শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sukanta Majumdar: প্রশান্ত কিশোর প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত বলেন, ''গোয়ার স্বপ্ন দেখিয়ে তৃণমূলের থেকে অনেক টাকা নিয়েছে প্রশান্ত কিশোর। তৃণমূলের সহযোগী তাদের হাত ছেড়েছে।''
#কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে চারটি-তেই বিজেপি-র জয়জয়কার। আর তাতেই চাঙ্গা বঙ্গ বিজেপি নেতৃত্ব। যতই বাংলায় দলের অবস্থা বেহাল হোক, উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরের সাফল্যে আপাতত গা ভাসাতে চাইছে এ রাজ্যের গেরুয়া শিবির। আর সেই সূত্রেই রাজ্যের শাসক দল তৃণমূলকে অল আউট আক্রমণে বিজেপি। শুক্রবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) আক্রমণ শানান তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর থেকে শুরু করে ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের।
প্রশান্ত কিশোর প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত বলেন, ''গোয়ার স্বপ্ন দেখিয়ে তৃণমূলের থেকে অনেক টাকা নিয়েছে প্রশান্ত কিশোর। তৃণমূলের সহযোগী তাদের হাত ছেড়েছে। তৃণমূলের পুরনো নেতা সুদীপ বন্দোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের কথা শুনবেন, নাকি কর্পোরেট ধান্দাবাজদের কথা শুনবেন, তা তৃণমূলের কর্মীরা বুঝতে পারছেন না!''
advertisement
advertisement
এ রাজ্যের ভোটে অশান্তির প্রসঙ্গ তুলেও এদিন ফের আক্রমণ শানিয়েছেন সুকান্ত। তাঁর কথায়, ''সারা ভারতে সংস্কৃতিতে আমরা এগিয়ে। কিন্তু ভোটে এই অপসংস্কৃতি ছুড়ে ফেলতে হবে। দেখুন উত্তর প্রদেশে ভোট হল। বিরোধীদের একটি মাথার চুলও ছেড়া হয়নি।'' বিজেপি রাজ্য সভাপতির সংযোজন, ''তৃণমূল তো বলেছিল গোয়ায় সরকার গড়বে, সেই কথার কী হল? আমার মনে হয় না ৫-৬% ভোট পেয়েছে বলে। ২০২৪ আসতে-আসতে তৃণমূল ভেঙে টুকরো হয়ে যাবে। ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করুন, উনি যখন রাজনীতিতে এসেছিলেন তখন কত ইনকাম ছিল, এখন কত হয়েছে।''
advertisement
শুক্রবারের রাজ্য বাজেট নিয়ে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর কটাক্ষ, ''রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে। পেনশন ফাইল বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। গাড়ির টাকা দেওয়া হচ্ছে না। ফিরহাদ হাকিমকে মনে করাই, কেন্দ্রীয় সরকার ৫-১০ টাকা পেট্রোলের দাম কমিয়েছেন। ওঁকে বলুন নিজের ঘর দেখতে। কংগ্রেস শাসিত রাজ্য কমিয়েছে। ওরা তো তেলের ভ্যাট কমাননি।
advertisement
তাদের বস্তাপচা নীতি মানুষ প্রত্যাখ্যান করছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2022 1:57 PM IST