Sukanta Majumdar on Dilip Ghosh: তিনি দিলীপ ঘোষ নন, পূর্বসূরির প্রশংসা করেও স্পষ্ট বোঝালেন সুকান্ত

Last Updated:

রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দিলীপ ঘোষের এই ভাবমূর্তি নিয়েই প্রশ্ন করা হয়েছিল সুকান্ত মুখোপাধ্যায়কে৷ তিনিও একই পথে হাঁটবেন কি না (Sukanta Majumdar on Dilip Ghosh)৷

সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ৷
সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ৷
#কলকাতা: দায়িত্ব নেওয়ার পর থেকেই পূর্বসূরি দিলীপ ঘোষের স্তূতিতে মুখর বিজেপি-র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Dilip Ghosh)৷ তবু সুকান্ত (Sukanta Majumdar)বুঝিয়ে দিলেন, দিলীপের (Dilip Ghosh)প্রশংসা করলেও দিলীপের পথ অনুসরণ করবেন না তিনি৷ অর্থাৎ, বিজেপি-র রাজ্য সভাপতি (BJP Bengal President)পদে বসলেও দিলীপের মতো নিয়মিত মুখরোচক, বিতর্কিত মন্তব্য বেরোবে না তাঁর মুখ থেকে৷
দিলীপ ঘোষ এবং বিতর্ক ছায়াসঙ্গী (Dilip Ghosh Controversies৷ গরুর দুধে সোনা থেকে শুরু করে বিরোধী দলের নেতা, কর্মীদের বুকে পা তুলে দেওয়ার হুমকি, বিজেপি রাজ্য সভাপতি (BJP Bengal President) পদে বসা ইস্তক একের পর একে বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ একদিকে তা যেমন রাজ্যে বিজেপি কর্মীদের চাঙ্গা করেছে, একই সঙ্গে দলকেও বিড়ম্বনায় পড়তে হয়েছে৷ তবু দিলীপ থেকে গিয়েছেন দিলীপেই৷
advertisement
advertisement
রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দিলীপ ঘোষের এই ভাবমূর্তি নিয়েই প্রশ্ন করা হয়েছিল সুকান্ত মুখোপাধ্যায়কে৷ তিনিও একই পথে হাঁটবেন কি না জানতে চাওয়ায় সুকান্ত মজুমদারের স্পষ্ট জবাব, 'ওটা দিলীপ ঘোষকেই মানায়। দিলীপ ঘোষ, দিলীপ ঘোষই। আমি সুকান্ত মজুমদার, আমার একটা স্বতন্ত্র পরিচয় আছে।'
advertisement
রাজ্য সভাপতি পদে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়মিত চা চক্রে যেতেন দিলীপ ঘোষ৷ এই চা চক্রকে কেন্দ্র করে একাধিকবার তৃণমূলের সঙ্গে সংঘাতেও জড়িয়েছেন তিনি৷ সুকান্ত মজুমদার অবশ্য দিলীপ ঘোষের মতো চা চক্রে অংশ নিতে চান না৷ দিলীপের দেখানো পথে না হেঁটে তিনি যে স্বতন্ত্র ভাবে সংগঠনকে চাঙ্গা করবেন, তাও স্পষ্ট করে দিয়েছেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি৷ তাঁর কথায়, 'চা চক্র দিলীপদাই করবেন। আমরা অন্যকিছু করব।'
advertisement
বিজেপি রাজ্য সভাপতি হিসেবে অমর্ত্য সেন থেকে শুরু করে একাধিক বুদ্ধিজীবীকেও আক্রমণ করতে ছাড়েননি দিলীপ৷ আর তা করতে গিয়েই প্রায়শই তাঁর ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে৷ বুদ্ধিজীবীদের সমালোচনা নিয়ে দিলীপের পাশে দাঁড়ালেও পেশায় অধ্যাপক সুকান্ত মজুমদার অবশ্য বুঝিয়ে দিয়েছেন, কখনওই শালীনতার মাত্রা ছাড়াবেন না তিনি৷ বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'বুদ্ধিজীবী বলে তাঁদের সমালোচনা করা যাবে না, এমনটা তো হতে পারে না। তবে, আমি শালীনতা বজায় রেখেই সমালোচনা করতে চাই।'
advertisement
দিলীপ ঘোষ এবং সুকান্ত ঘোষ, দু' জনেই আরএসএস করে বিজেপি রাজ্য সভাপতি পদে বসেছেন৷ তবে মিল থাকলেও তাঁদের মধ্যে যে অমিলও অনেক, পদে বসেই বুঝিয়ে দিলেন বালুরঘাটের সাংসদ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar on Dilip Ghosh: তিনি দিলীপ ঘোষ নন, পূর্বসূরির প্রশংসা করেও স্পষ্ট বোঝালেন সুকান্ত
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement