Sujay Krishna Bhadra: সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর, সিবিআইকে 'ভর্ৎসনা' হাইকোর্টের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Sujay Krishna Bhadra: সিবিআই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। মার্চ পর্যন্ত মামলার নিষ্পত্তি অবধি বজায় থাকবে শর্তসাপেক্ষ অন্তর্বতী জামিন। এমনটাই নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চের। পরবর্তী শুনানি ২০ মার্চ।
কলকাতা: সিবিআই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। মার্চ পর্যন্ত মামলার নিষ্পত্তি অবধি বজায় থাকবে শর্তসাপেক্ষ অন্তর্বতী জামিন। এমনটাই নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চের। পরবর্তী শুনানি ২০ মার্চ।
কী কী শর্ত দেওয়া হল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে?
শর্ত:
advertisement
* সিবিআই নজরদারি করবে।
* বেহালার বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবে না।
* ২ টি মোবাইল ফোন নম্বর সিবিআইকে দিতে হবে।
* সিআরপিএফ মোতায়েন থাকবে।
* পরিবার, ডাক্তার, আইনজীবী ছাড়া কেউ দেখা করতে পারবে না।
advertisement
মামলায় ডিএসজি, সিবিআই, দ্বিরাজ দ্বিবেদী বলেন, “আমাদের ২ দিন সময় দেওয়া হোক আমরা হাসপাতালে টেস্ট করে আদালতে জমা দেব।” বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় উত্তরে মন্তব্য করেন “এই দুদিনে যদি তাঁর মৃত্যু হয়? আমরা একজনের শারীরিক অবস্থা নিয়ে ছিনিমিনি করতে পারি না। যেখানে অ্যাপোলো, বিএম বিড়লা হাসপাতাল যেখানে রিপোর্টে বলছে হারতে ২ থেকে ৩ টে ব্লকেজ আছে। সেখানে কী বলা যায়?”
advertisement
একইসঙ্গে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন প্রসঙ্গে বলেন, “একজনের শারীরিক দুরবস্থা নিয়ে সিবিআই-এর ভূমিকাকে আদালত ভাল চোখে দেখছে না। অ্যাপোলো, বি এম বিড়লা হাসপাতাল যেখানে রিপোর্টে বলছে ২ থেকে ৩ টে ব্লকেজ আছে। সেখানে সময় নষ্টের প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। তবে আদালত সম্পূর্ণ জামিনের পক্ষে নয়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2025 12:50 PM IST