Sujay Krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসার জন্য ED-কে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Sujay Krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ এই নির্দেশ দেওয়া হয়।
কলকাতা : সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ এই নির্দেশ দেওয়া হয়। সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করে শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ইডিকে নির্দেশ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার।
এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, ‘আপনারা তো দিল্লি এইমস থেকে কাউকে আনবেন না। এখানে কমান্ড হাসপাতাল-সহ আরও হাসপাতাল রয়েছে। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করুন।’ ‘যে চিকিৎসককে দেখাতে চাইছেন তার অন্তত একটা প্রেসক্রিপশন দেখান’- সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীকে এমনই প্রশ্ন করেন বিচারপতি।
advertisement
“এটা একটা জরুরি পরিস্থিতি। আমি আমার পছন্দ মত হাসপাতালে চিকিৎসা করাতে চাই।” – সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীর। তিনি তাঁর সওয়ালে আরও বলেন,”মুখ্যমন্ত্রী অসুস্থ হয়েছিলেন, সঙ্গে সঙ্গে হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে।” উত্তরে বিচারপতি তাঁর মন্তব্যে বলেন, “উনি মুখ্যমন্ত্রী, আর আপনি একজন অভিযুক্ত।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 03, 2023 9:32 PM IST








