Sujay Krishna Bhadra: ইডি মামলায় জামিন! তবু 'জেলমুক্তি' অধরাই কালীঘাটের কাকুর! কবে ছাড়া পাবেন সুজয় কৃষ্ণ ভদ্র?

Last Updated:

Sujay Krishna Bhadra: আগাম জামিন চাওয়ার সুযোগ হারিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে এক্ষেত্রে জামিন চেয়ে নতুন করে আবেদন করতে পারে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার এমনই পর্যবেক্ষণ দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

সুজয় কৃষ্ণ ভদ্র
সুজয় কৃষ্ণ ভদ্র
কলকাতা: জেলমুক্ত হচ্ছেন না সুজয় কৃষ্ণ ভদ্র। ইডি মামলায় জামিন হলেও সিবিআই মামলায় এখনও জেলবন্দী ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। কারণ, ‘সিবিআই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র। আর সেই মামলাতেই সিবিআই আবেদনকে মান্যতা দিয়েছে হাইকোর্ট।
আগাম জামিন চাওয়ার সুযোগ হারিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে এক্ষেত্রে জামিন চেয়ে নতুন করে আবেদন করতে পারে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার এমনই পর্যবেক্ষণ দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
advertisement
advertisement
ইডি’র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের ৷ সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে এবং সিবিআই তাঁকে শোন এরেস্ট করার আবেদন জানিয়েছে নিম্ন আদালতে। ফলে জামিন পেলেও কালীঘাটের কাকুর জেল মুক্তি হবে কবে তা এখনও ঝুলেই রয়েছে।
advertisement
নিয়োগ দূর্নীতি মামলায় ২০২৩ সালের মে মাসে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি। বলা যায় প্রায় দেড় বছর পরে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টে তার জামিন সংক্রান্ত মামলায় সুজয় কৃষ্ণ একাধিক বার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। যদিও ইডি’র তরফে বার বার বলা হয়, সুজয় কৃষ্ণ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু, বিচারপতি শুভ্রা ঘোষ গত সপ্তাহেই সুজয় কৃষ্ণর জামিন মঞ্জুর করেছেন। তবে তার জেল মুক্তি হবে কি না, তা এখনও অনিশ্চিত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sujay Krishna Bhadra: ইডি মামলায় জামিন! তবু 'জেলমুক্তি' অধরাই কালীঘাটের কাকুর! কবে ছাড়া পাবেন সুজয় কৃষ্ণ ভদ্র?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement