Sujay Krishna Bhadra: ইডি মামলায় জামিন! তবু 'জেলমুক্তি' অধরাই কালীঘাটের কাকুর! কবে ছাড়া পাবেন সুজয় কৃষ্ণ ভদ্র?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Sujay Krishna Bhadra: আগাম জামিন চাওয়ার সুযোগ হারিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে এক্ষেত্রে জামিন চেয়ে নতুন করে আবেদন করতে পারে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার এমনই পর্যবেক্ষণ দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
কলকাতা: জেলমুক্ত হচ্ছেন না সুজয় কৃষ্ণ ভদ্র। ইডি মামলায় জামিন হলেও সিবিআই মামলায় এখনও জেলবন্দী ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। কারণ, ‘সিবিআই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র। আর সেই মামলাতেই সিবিআই আবেদনকে মান্যতা দিয়েছে হাইকোর্ট।
আগাম জামিন চাওয়ার সুযোগ হারিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে এক্ষেত্রে জামিন চেয়ে নতুন করে আবেদন করতে পারে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার এমনই পর্যবেক্ষণ দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
advertisement
advertisement
ইডি’র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের ৷ সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে এবং সিবিআই তাঁকে শোন এরেস্ট করার আবেদন জানিয়েছে নিম্ন আদালতে। ফলে জামিন পেলেও কালীঘাটের কাকুর জেল মুক্তি হবে কবে তা এখনও ঝুলেই রয়েছে।
advertisement
নিয়োগ দূর্নীতি মামলায় ২০২৩ সালের মে মাসে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি। বলা যায় প্রায় দেড় বছর পরে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টে তার জামিন সংক্রান্ত মামলায় সুজয় কৃষ্ণ একাধিক বার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। যদিও ইডি’র তরফে বার বার বলা হয়, সুজয় কৃষ্ণ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু, বিচারপতি শুভ্রা ঘোষ গত সপ্তাহেই সুজয় কৃষ্ণর জামিন মঞ্জুর করেছেন। তবে তার জেল মুক্তি হবে কি না, তা এখনও অনিশ্চিত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2024 2:36 PM IST