সূর্যকান্ত মিশ্রের উপর হামলা, ধর্মতলায় অবরোধ থেকে গ্রেফতার সুজন-শ্যামল
Last Updated:
সিপিআইএম-এর ভোটপ্রচারে হলদিয়ায় সূর্যকান্ত মিশ্রকে হেনস্থার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রানিচকে সিপিআইএম-এর
#কলকাতা: সিপিআইএম-এর ভোটপ্রচারে হলদিয়ায় সূর্যকান্ত মিশ্রকে হেনস্থার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রানিচকে সিপিআইএম-এর মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলে সিপিআইএম। ঘটনায় আহত বেশ কয়েকজন। আহত হন তিন পুলিশ আধিকারিকও।
এদিন ছিল উপনির্বাচনের জন্য প্রচারের শেষ দিন ৷ বামপ্রার্থী মন্দিরা পন্ডার হয়ে হলদিয়া ও তমলুকে প্রচার মিছিল করেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ প্রথম সারির বাম নেতারা ৷ হলদিয়ায় রানিচকে সিপিআইএম-এর প্রচার চলাকালীন ছড়ায় উত্তেজনা ৷ মিছিলে হামলা চালায় কিছু যুবক ৷ ছিঁড়ে দেওয়া হয় সূর্যকান্ত মিশ্রর পরনের শার্ট ৷ এমনকী তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ ৷
advertisement
সূর্যকান্ত মিশ্রের ওপর হামলার প্রতিবাদ করে বৃহস্পতিবার অবরোধে সামিল হলেন সুজন চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তী ৷ প্রতিবাদী মিছিলে চড়াও হল পুলিশ ৷ বিক্ষোভে লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ ৷ অবরোধ থেকেই গ্রেফতার হলেন সুজন চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তী ৷ গোটা ঘটনার তীব্র নিন্দা করেন সুজন ৷ পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ পোয়ন করেছেন শ্যামল-সুজন দু’জনেই ৷
advertisement
advertisement
সিপিআইএম-এর দাবি, মিছিলের শুরুতে বাধা দেয় পুলিশ। এরপরই উল্টো দিক থেকে আসা একাধিক তৃণমূলের মিছিলের সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডা চলে। রানিচকের মোড়ে তৃণমূলের আরও একটি মিছিলের সঙ্গে বিতণ্ডায় জড়ায় সিপিআইএম। ক্রমে তা হাতাহাতির পর্যায় পৌঁছয়। বামেদের অভিযোগ, আক্রান্ত হন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ বেশ কয়েকজন বাম নেতা। এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার বাম নেতারা। যদিও ঘটনা নিয়ে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে দাবি তৃণমূলের।
advertisement
এদিকে সূর্যকান্ত মিশ্রের উপর হামলা প্রতিবাদে ধর্মতলা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম নেতা সহ কর্মী ও সমর্থকেরা ৷ অবরোধ থেকে গ্রেফতার করা হয় সুজন ও শ্যামলকে ৷ পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা করলেন সুজন ৷ অন্যদিকে, বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2016 6:59 PM IST