সুনীল- শিশিরের সাংসদ পদ খারিজ হোক, ওম বিড়লাকে ফের ফোন সুদীপের

Last Updated:

শিশির অধিকারী (Sisir Adhikari) ও সুনীল কুুমার মণ্ডলের (SunilKumar Mondal) বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে তাঁদের সাংসদ পদ খারিজ করার আর্জি জানিয়ে এর আগে লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷

#কলকাতা: রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী৷ মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরই এই হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা৷ এবার পাল্টা দুই তৃণমূল সাংসদ সুনীল কুমার মণ্ডল এবং শিশির অধিকারীর বিরুদ্ধেই এই আইন কার্যকর করার জন্য ফের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে তাগাদা দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
গত ডিসেম্বর মাসেই শুভেন্দু অধিকারীর সঙ্গে মেদিনীপুরে অমিত শাহের উপস্থিতিতে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল কুমার মণ্ডল৷ তবে কাঁথির সাংসদ শিশির অধিকারী আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ না দিলেও শুভেন্দুর দলবদলের পর শাসক দলের সঙ্গে তাঁরও সম্পর্ক ছিন্ন হয়েছে৷ ভোট প্রচারের সময় নরেন্দ্র মোদি এবং অমিত শাহের সভাতেও হাজির ছিলেন শিশির৷
advertisement
এই দুই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে তাঁদের সাংসদ পদ খারিজ করার আর্জি জানিয়ে এর আগে লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ এর পর ফোনেও একই দাবি করেছিলেন তিনি৷ তার পরে অনেক দিন কেটে গেলেও লোকসভার অধ্যক্ষ এ বিষয়ে কোনও পদক্ষেপ করেননি৷ তাই আবারও ফোন করে বিষয়টি নিয়ে উদ্যোগী হতে ওম বিড়লাকে অনুরোধ করেছেন সুদীপ৷
advertisement
advertisement
সূত্রের খবর, ওম বিড়লা বিড়লা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি একটি কমিটি গঠন করবেন৷ যদিও কোনও সাংসদের বিরুদ্ধে দল বিরোধী আইন কার্যকর করার সিদ্ধান্ত স্পিকার নিজেই নিতে পারেন৷ সেই ক্ষমতাও রয়েছে তাঁর৷ কিন্তু এ ক্ষেত্রে কমিটি গঠন করে আসলে বিষয়টিকে দীর্ঘায়িত করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল৷
advertisement
এ বিষয়ে প্রশ্ন করা হলে সাংসদ সুনীল কুমার মণ্ডল জানিয়েছেন, সাংসদ পদে তিনি ইস্তফা দেবেন কি না দু' তিন দিনের মধ্যে সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন৷ অন্য দিকে শিশির অধিকারী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার মতো কোনও কাজ করেননি৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার অধ্যক্ষ৷
advertisement
Abir Ghosal/Rajib Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুনীল- শিশিরের সাংসদ পদ খারিজ হোক, ওম বিড়লাকে ফের ফোন সুদীপের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement