Sudip Kunal conflict: তাপস দল ছাড়তেই সুদীপের ফোন! চায়ের নিমন্ত্রণেই কুণালের বিদ্রোহে ইতি?

Last Updated:

গত কয়েকদিন ধরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে ফের কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী হওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন কুণাল ঘোষ৷

কুণালকে ফোন সুদীপের৷
কুণালকে ফোন সুদীপের৷
কলকাতা: তাপস রায় দল ছাড়ার পর কি উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া জট কাটাতে উদ্যোগী হল তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ কারণ তাপস রায় দল ছাড়ার ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফোন পেলেন কুণাল ঘোষ৷ কুণালকে আজ সন্ধ্যায় নিজের বাড়িতে চা খেতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ৷
এ দিন সাংবাদিক বৈঠক করে কুণাল নিজেই জানিয়েছেন, সুদীপদা আমাকে ফোন করেছিলেন৷ উনি বললেন, যে মিটিংয়ে আমাকে ডাকা হয়নি সেটা একটা অনিচ্ছাকৃত ভুল৷ ওনার অফিসের ডেসপ্যাস থেকে একটা গন্ডগোল হয়েছিল৷ সুদীপদা নিজেই জানিয়েছেন, এটা ওনার ভুল হয়েছে৷ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিলেই সমস্যা মিটে যেত৷
advertisement
advertisement
গত কয়েকদিন ধরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে ফের কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী হওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন কুণাল ঘোষ৷ এর পর সেই বিদ্রোহে যোগ দেন তাপস রায়৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন কুণাল৷ ক্ষোভে দলীয় পদ থেকেও ইস্তফা দেন তিনি৷ তবে এ দিন তিনি জানিয়েছেন, সুদীপের আমন্ত্রণে তিনি আজ সন্ধ্যায় চা খেতে যাবেন৷
advertisement
কুণাল বলেন, ‘সুদীপদা অনেক সিনিয়র নেতা৷ তিনি আমাকে ফোন করে ভুল স্বীকার করেছেন৷ একজন কর্মী হিসেবে আমার এর পর আর কিছু বলার থাকতে পারে না৷’ ঘটনাচক্রে এ দিনই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার জন্য কুণাল ঘোষকে শো কজ করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷
তবে তাপস রায় দল ছাড়লেও তিনি তৃণমূল আছেন এবং থাকবেন বলে জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ৷ এ বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা একটা পরিবার৷ এই পরিবারকে ভাঙা একটু কঠিন৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sudip Kunal conflict: তাপস দল ছাড়তেই সুদীপের ফোন! চায়ের নিমন্ত্রণেই কুণালের বিদ্রোহে ইতি?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement