Sudip Banerjee: 'মমতার পথেই অভিষেক, ছাপ ফুটে উঠছে!' রাখঢাক না করেই বলে দিলেন সুদীপ

Last Updated:
মমতার দেখানো পথেই অভিষেক?
মমতার দেখানো পথেই অভিষেক?
কলকাতা: চিকিৎসকদের পরামর্শে দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দলের ধরনায় যোগ দিতে পারেননি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু মমতাকে ছাড়াই গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে দিল্লিতে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়ে কার্যত গোটা দেশের নজর কেড়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোাপাধ্যায়৷
এর পর কলকাতায় ফিরেই রাজ ভবনের সামনে টানা ধরনা অবস্থানে বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর সঙ্গে দেখা করবেন, অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন তিনি৷
গত কয়েকদিনে অভিষেকের এই রাজনৈতিক কর্মকাণ্ড দেখে তৃণমূলের পুরনো নেতৃত্ব এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই কয়েক বছর পিছনে চলে যাচ্ছেন৷ কারণ বিরোধী নেত্রী থাকাকালীন তো বটেই, এমন কি মুখ্যমন্ত্রী হওয়ার পরও ঠিক একই ভাবে ধরনা অবস্থান, দিল্লিতে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিজের দাবি আদায় করে গোটা দেশের নজর কেড়ে নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তা সে সিঙ্গুর আন্দোলন চলাকালীন টানা অনশন আন্দোলন হোক অথবা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও ধর্মতলায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে ধরনা হোক৷ রাজ ভবনের সামনে অভিষেককে ধরনায় বসতে দেখে অনেকেরই অতীতের এই ঘটনাপ্রবাহ মনে পড়ে যাচ্ছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির স্টাইলে কতটা মিল, তা নিয়েও বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে৷
advertisement
advertisement
আর এ দিন যাবতীয় ধোঁয়াশা সরিয়ে দিয়ে তৃণমূলের অন্যতম প্রবীণ সাংসদ এবং নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করে নিলেন, অভিষেকের রাজনৈতিক কর্মকাণ্ডের গতিপ্রবাহ এবং কার্যক্রমে মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাপ ফুটে উঠছে৷ কলকাতার উত্তরের সাংসদের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই অভিষেক বন্দোপাধ্যায় হাঁটছেন।’
advertisement
এ দিন রাজ ভবনের সামনে ধরনা মঞ্চে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তিনি আরও বলেন, ‘রাজ্যপাল না এসে যদি ভাবেন আমরা উঠে যাব। তা হচ্ছে না। যতদিন উনি আসবেন না আমরা বসে থাকব।’
রাজ ভবনের সামনের ধরনা মঞ্চ থেকে বার বারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থার অভিযোগে সরব হয়েছেন তৃণমূল নেতারা৷ এ দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘এজেন্সি দিয়ে অভিষেকের গোটা পরিবারকে ডেকে পাঠাচ্ছে। এজেন্সিকে দিয়ে কাজ করানো হচ্ছে। আমি জানি কারণ আমাকে সিবিআই গ্রেফতার করেছিল। ইডি, সিবিআই শুধু সূত্র বলে খবর পাঠায়। ওরা খালি অসত্য কথা বলে।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sudip Banerjee: 'মমতার পথেই অভিষেক, ছাপ ফুটে উঠছে!' রাখঢাক না করেই বলে দিলেন সুদীপ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement