SUCI: '৩৪ বছর সরকার চালিয়ে এখন কংগ্রেসের হাত ধরেছে,' ব্রিগেডে CPIM-কে কটাক্ষ SUCI-র
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:UJJAL ROY
Last Updated:
SUCI: দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মের শতবর্ষ পূর্তি উপলক্ষে ব্রিগেডের ডাক দিয়েছিল SUCI
কলকাতা: ভোটের ফল যাই হোক না কেনও ব্রিগেডের মাঠ ভরাতে যে তাঁদের কোনও জুরি নেই। বামেদের সেই জবাব ব্রিগেডের ময়দান থেকেই ফিরিয়ে দিল এসইউসিআই। দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মের শতবর্ষ পূর্তি উপলক্ষে ব্রিগেডের ডাক দিয়েছিল এই বাম দল। বর্ষার ভেজা ময়দানের সবুজ গালিচা কালো মাথা একক শক্তিতে ভরিয়ে দিলো এসইউসিআই।
আর এখান থেকেই দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, “সিপিএম বলেছিল আমরা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছি। সিপিআই, আরএসপির মতো সব তখনকার বড় পার্টি গুলো বলেছিল এসইউসিআই কোনও দল না। এটা একটা ক্লাব। এখন আরসিপিআই নেই, বলসেভিক পার্টি নেই। সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক একসময় শক্তিশালী ছিল। এখন তাদের লোক নেই। সিপিএম বাংলায় ৩৪ বছর সরকার চালিয়েছে। বাংলায় তারা এখন কংগ্রেসের হাত ধরেছে। একটা পীরকে সেকুলার বানিয়ে তার হাত ধরেছে। ইন্ডিয়া জোটে গেছে তৃণমূল। আমরা একক শক্তিতে লড়ছি।”
advertisement
advertisement
এদিন রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের ময়দানে আসে এসইউসিআই-এর নেতা কর্মী সমর্থকেরা। আাগামী লোকসভা নির্বাচনের জন্য তৈরি ইন্ডিয়া জোট তৈরি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপিও দেশ জুড়ে প্রচার শুরু করে দিয়েছে। প্রভাস ঘোষ এই প্রসঙ্গে বলেন, “ডবল ইঞ্জিন সরকারের চাকায় আমরা প্রতিদিন পিষ্ট হচ্ছি। এই হল পুঁজিবাদের চেহারা। বিজেপি বলে তারা জাতীয়তাবাদের প্রতীক। তারা দেশের শত্রু। বিজেপি বিজ্ঞানের পথ বন্ধ করে দিচ্ছে। বিজেপি ধর্মকে ব্যবহার করছে ভোটের জন্য। রাম মন্দিরকে ব্যবহার করছে ভোটের জন্য। আসলে এটা তাদের ভোটভক্তি। ইন্ডিয়া জোট? এই জোট কাদের প্রতিনিধি এরা? অত্যাচারিত শোষিতের ইন্ডিয়া?”
advertisement
একই সঙ্গে তিনি বলেন, “এই অবস্থার মধ্যে আমাদের দল দাড়িয়ে আছে বিপ্লবের ঝান্ডা ধরে। বিজেপি হারলে ভাল। ঔদ্ধত্য হারবে। কিন্তু ইন্ডিয়া জোট জিতলেও যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশ যে আসবে, তাও না। কিন্তু বিজেপির একটা ধাক্কা খাওয়া উচিত। একমাত্র বিকল্প প্রলেটারিয়ান রাজনীতি। বামপন্থীদের ঐক্যবদ্ধ জোট চাই। ভোটের জন্য না। মানুষের জন্য।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 8:10 PM IST