Suchetana Bhattacharya Statement on Ira Basu: ইরা বসুর সম্পত্তি গ্রহণ করবেন না, বিবৃতি দিয়ে জানালেন সুচেতনা ভট্টাচার্য

Last Updated:

গত কয়েকদিন ধরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসুর দুরবস্থার কথা সংবাদমাধ্যমে উঠে এসেছিল৷ প্রাক্তন শিক্ষিকা ইরা বসু উত্তর শহরতলির ডানলপে পথের ধারে দিন কাটাচ্ছিলেন৷

ইরা বসুর ব্যবহারে বিরক্ত বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার৷
ইরা বসুর ব্যবহারে বিরক্ত বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার৷
#কলকাতা: মাসি ইরা বসুকে (Ira Basu) নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) কন্যা সুচেতনা ভট্টাচার্য (Suchetana Bhattacharya Statement on Ira Basu)৷ ইরা বসুর সরকারি পেনশনের (Ira Basu Pension)নমিনি করা হয়েছিল সুচেতনাকে৷ কিন্তু সুচেতনা এ দিন জানিয়ে দিয়েছেন, মাসি ইরা বসুর কোনও স্থাবর- অস্থাবর সম্পত্তির দাবিদার তিনি গ্রহণ করবেন না৷ ইরা বসুর বর্তমান বক্তব্যে তিনি ও তাঁর বাবা-মা যে যথেষ্ট বিরক্ত, তাও স্পষ্ট করে দিয়েছেন সুচেতনা৷ তবে মাসি ইরা বসুর দ্রুত সুস্থতা এবং আরোগ্য কামনা করেছেন সুচেতনা৷
গত কয়েকদিন ধরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকা ইরা বসুর (Ira Basu) দুরবস্থার কথা সংবাদমাধ্যমে উঠে এসেছিল৷ প্রাক্তন শিক্ষিকা ইরা বসু উত্তর শহরতলির ডানলপে পথের ধারে দিন কাটাচ্ছিলেন৷ সেখান থেকে তাঁকে উদ্ধার করে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসার পর খড়দহের এক সিপিএম কাউন্সিলরের বাড়িতে নিয়ে যাওয়া হয় ইরা বসুকে৷ ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য  বিবৃতি দিয়ে দাবি করেছেন, স্বেচ্ছায় নিজের এই ধরনের জীবন বেছে নিয়েছিলেন ইরা বসু৷ পরিবারের কারও কোনও কথাই তিনি শোনেননি৷
advertisement
শুধু সরকারি উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা নয়, তৎপরতার সঙ্গে ইরা বসুর বকেয়া পেনশন চালুরও ব্যবস্থা করে অর্থ৷ জানা গিয়েছে, প্রতি মাসে প্রায় চোদ্দ হাজার টাকা করে পেনশন পাবেন ইরা ভট্টাচার্য৷ ২০০৯ সাল থেকে বকেয়া পেনশন হিসেবে সুদ সহ প্রায় কুড়ি লক্ষ টাকা পাবেন তিনি৷ সুচেতনাকে নিজের পেনশনের নমিনি বাছেন ইরা বসু৷ কিন্তু সুচেতনা এ দিন স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর মাসি ইরা বসুর কোনও সম্পত্তিই গ্রহণ করবেন না তিনি৷
advertisement
advertisement
অডিও বার্তায় সুচেতনা (Suchetana Bhattacharya) জানিয়েছেন, 'কয়েকটি সংবাদমাধ্যমে আমি অবহিত হলাম যে অর্থ দফতর ইরা বসুর পেনশন চালু করেছে৷ এটা সুখের খবর৷ এবং এটাও জানতে পারলাম যে আমাকে উনি তার নমিনি করেছেন৷ এই মর্মে আমি দৃঢ় ভাবে জানাতে চাই যে আমি ইরা বসুর স্থাবর, অস্থাবর কোনও রকম সম্পত্তি কোনও ভাবে এবং কোনও দিনই গ্রহণ করব না৷ ইরা বসুর বর্তমান ব্যবহারে আমি এবং আমার বাবা, মা অত্যন্ত বিরক্ত হচ্ছি৷ আশা করব উনি সুস্থ, নিরোগ জীবনযাপন করবেন এবং অনুরোধ করব ভবিষ্যতে উনি যাতে ওনার কোনও কার্যকলাপে আমাদের নাম অন্তর্ভুক্ত না করেন৷'
advertisement
সুস্থ হওয়ার পর ইরা বসু দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি এসে তাঁর সঙ্গে দেখা করে পেনশন চালু করার আশ্বাস দিয়েছিলেন৷ গোটা বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করছেন বলেও দাবি করেন ইরা বসু৷ যদিও এই গোটা ঘটনায় যে ভাবে বার বার তাঁদের নাম জড়িয়েছে, তাতেই বিরক্ত বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর পরিবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suchetana Bhattacharya Statement on Ira Basu: ইরা বসুর সম্পত্তি গ্রহণ করবেন না, বিবৃতি দিয়ে জানালেন সুচেতনা ভট্টাচার্য
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement