Schools Reopen from Mid-November|| ফিরছে ড্রেস-স্কুলব্যাগ-টিফিনবাক্সের দিন! স্কুল খুলবে ঘোষণা হতেই বেজায় খুশি পড়ুয়ারা 

Last Updated:

School Reopens from November 16: আগামী ১৬ নভেম্বর থেকেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে শুরু হতে চলেছে পঠন-পাঠন।

৭)  তামিলনাড়ু:  প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়ে যাবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।  জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।  তবে লোয়ীর কেজি, আপার কেজি এবং প্লেস্কুল এখন বন্ধ থাকবে।  কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক প্রশিক্ষণ কেন্দ্র খুলে যাবে।
৭) তামিলনাড়ু: প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়ে যাবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তবে লোয়ীর কেজি, আপার কেজি এবং প্লেস্কুল এখন বন্ধ থাকবে। কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক প্রশিক্ষণ কেন্দ্র খুলে যাবে।
#কলকাতা:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) স্কুল খোলার বিষয়ে মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবক থেকে ছাত্র-ছাত্রীদের একাংশ (Bangla News)। শিক্ষা প্রতিষ্ঠান (School Reopen) খোলার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অভিভাবকদের তরফে পার্কসার্কাসের বাসিন্দা অস্মিতা ঘোষ বলেন, করোনার (Coronavirus) কারণে দীর্ঘদিন স্কুলে পঠনপাঠন বন্ধ থাকায় প্রচুর ক্ষতি হয়েছে। অনলাইনে নিয়মিত ক্লাস (Online Classes) হলেও নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময়ই ক্লাস করার  ব্যাপারে সমস্যা হয়েছে। এতে পঠন-পাঠনে ব্যাঘাত ঘটেছে।
স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি আমাদেরও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সচেতন হয়েই সন্তানদের ফের স্কুলে পাঠানো উচিত'। শহরের নামজাদা স্কুল ডন বস্কো স্কুলের পড়ুয়া ভ্যালেন্টিনা ঘোষ, ভিক্টর ঘোষের কথায়, 'অনলাইনের মাধ্যমে টিচাররা যেভাবে আমাদের এতদিন পড়াশোনা করিয়েছেন তার জন্য আমরা স্কুল বন্ধ থাকার অভাবই বুঝতে পারিনি। তবে স্কুল খোলার খবর পেয়ে আরও খুশি। এ বারে পড়াশোনার পাশাপাশি স্কুলে গিয়ে নিয়মিত বন্ধুদের সঙ্গেও দেখা হবে'। এক দিকে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষা শিবিরের জোরদার দাবি এবং শিক্ষা প্রশাসনের তোড়জোড়, অন্য দিকে করোনার নতুন দাপট। এই টানাপড়েনের মধ্যে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই ফের স্কুল কলেজ চালু করার কথা শোনা যাচ্ছিল শিক্ষা দফতর সূত্রে।
advertisement
পুজোর আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সেই আশ্বাস দিয়েছিলেন (Bangla News)। অবশেষে এই বিষয়ে মুখ্য সচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল খোলার আগে যাতে রাজ্যের স্কুল কলেজ গুলিকে স্যানিটাইজ করা হয় সেই সমস্ত বিষয়গুলি নজরে রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্যের স্কুল কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে প্রশাসনিক সভায় এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক আগামী ১৬ নভেম্বর থেকেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে শুরু হতে চলেছে পঠন-পাঠন।
advertisement
advertisement
VENKATESWAR LAHIRI
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Schools Reopen from Mid-November|| ফিরছে ড্রেস-স্কুলব্যাগ-টিফিনবাক্সের দিন! স্কুল খুলবে ঘোষণা হতেই বেজায় খুশি পড়ুয়ারা 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement