বত্রিশ ঘণ্টা পর অবস্থান মুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়

Last Updated:

বত্রিশ ঘণ্টা পর অবস্থান মুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়

 #কলকাতা: বত্রিশ ঘণ্টা পর অবস্থান মুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। গভীর রাতে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারী পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ইসি বৈঠকে সবপক্ষকে নিয়ে ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ ফোরামের বৈঠক। তার আগে পড়ুয়াদের মিছিল হবে। ছাত্র সংসদ নির্বাচন ফেরানোর দাবিতে পড়ুয়াদের একাংশ আন্দোলনে নামেন। এদিকে, বারবার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হওয়ায় পাল্টা কড়া অবস্থানের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর।
ছাত্র সংসদ নির্বাচন ফেরাতে হবে। এই দাবিতে পড়ুয়াদের একাংশের অবস্থান বিক্ষোভে ফের অচলাবস্থা তৈরি হয় যাদবপুরে। আন্দোলনকারীদের দাবি ছিল,
advertisement
- সেন্ট জেভিয়ার্স মডেল নয়
- ছাত্র কাউন্সিলের পরিবর্তে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে
- সেই মত দ্রুত নির্দেশিকাও জারি করতে হবে
আন্দোলনের জেরে ক্যাম্পাসে আটকে থাকতে হয় উপাচার্য, সহ-উপাচার্য ও এগজিকিউটিভ কাউন্সিলের সদস্যদের। বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্রদের প্রস্তাব দেওয়া হয়,
advertisement
- ছাত্র কাউন্সিল তৈরির সিদ্ধান্ত রাজ্যের
- আইন বদলের আধিকারও সরকারের হাতে
- সরকারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের ব্যবস্থা করা হবে
- ৩১ জানুয়ারি ছাত্র সংসদগুলির মেয়াদ শেষ হচ্ছে
- ছাত্র সংসদগুলির মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে
বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব প্রথমে মানতে চাননি আন্দোলনকারীরা। তবে হাল ছাড়েনি কর্তৃপক্ষও। মঙ্গলবার রাতে ইসির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সবপক্ষকে নিয়ে ফোরাম গঠিত হয়। তাতেই বরফ গলে। আজ দুপুরে ফোরামের প্রথম বৈঠকে যোগ দেবেন আন্দোলনকারীরা। এরপরই অবস্থান তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
অবস্থান উঠতেই ক্যাম্পাস ছাড়েন উপাচার্য সুরঞ্জন দাস। তবে এর আগে আন্দোলনকারীদের অনড় মনোভাব নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। এদিকে, বারবার আন্দোলনের জেরে অচলাবস্থা তৈরি হওয়ায় বিরক্ত শিক্ষামন্ত্রী কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। পড়ুয়াদের দাবিগুলির পক্ষে থাকলেও, আন্দোলন পদ্ধতি নিয়ে জুটাও বিরোধিতা করেছিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বত্রিশ ঘণ্টা পর অবস্থান মুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement