পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন

Last Updated:

মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে জেলাশাসকদের কড়া নির্দেশ দিলেন, ৯০০০ কিমি রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে প্রশাসন।

News18
News18
গ্রামে গ্রামে রাস্তা নির্মাণের গুণমান বজায় রাখতে জেলাশাসকদের কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব। পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি হওয়া রাস্তাগুলির মান নিয়ে কোনোভাবেই আপোষ করা যাবে না বলে জানানো হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ মুখ্য সচিব রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই রাস্তার গুণগত মান রক্ষা, দ্রুত টেন্ডার সম্পন্ন করা এবং কাজের নিয়মিত তদারকি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি।
advertisement
advertisement
চোখে দেখা না গেলেও, ফুলকপিতে থিকথিক করছে পোকা! সহজ পদ্ধতিতে গলগলিয়ে বের করে দিন, বার বার ধুতেও হবে না!
বৈঠকে মুখ্য সচিব স্পষ্টভাবে বলেন, “রাস্তার মান যাতে ঠিক থাকে, সেটা জেলা প্রশাসনকে কড়া নজরে রাখতে হবে।” শুধু জেলা স্তরেই নয়, রাজ্য স্তর থেকেও বিশেষ টিম বিভিন্ন জেলায় গিয়ে রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে।
advertisement
পথশ্রী প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় সারা রাজ্যে আরও ৯,০০০ কিলোমিটারের বেশি নতুন গ্রামীণ রাস্তা তৈরি করা হবে। গ্রামীণ সংযোগ বৃদ্ধির পাশাপাশি পরিবহণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement