হোম /খবর /কলকাতা /
টাকি রোডে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে পাথর বোঝাই লরির ধাক্কা

টাকি রোডে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে পাথর বোঝাই লরির ধাক্কা, আটক ঘাতক লরি

ঘাতক লরিকে আটক করেছে দেগঙ্গা থানা

  • Share this:

কলকাতা: টাকি রোডে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে পাথর বোঝাই লরির ধাক্কা। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। ঘাতক লরিকে আটক করেছে দেগঙ্গা থানা। জানা যায়, মন্ত্রী হাবড়া থেকে ফিরছিলেন, রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।

চলতি মাসে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। নদিয়ার চাকদহে গ্রামবাসীর বিক্ষোভের মুখে হাতজোড় করে ক্ষমা চান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানা যায়, সহিসপুরে বেশ কিছু মানুষ আগে থেকেই রাস্তার পাশে জমায়েত করেছিল। মন্ত্রী  আসার কথা ঘোষণা করতে করতে উপপ্রধানের গাড়ি আসতেই তা দাঁড় করিয়ে তাঁরা দাবি-দাওয়া নিয়ে কথা বলতে যান। ক্রমে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সামান্য পরেই জ্যোতিপ্রিয় এসে উত্তেজিত গ্রামবাসীদের দেখে গাড়ি থেকে নেমে পড়েন। মুহূর্তেই তাঁকে ঘেরাও করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন গ্রামবাসীরা। মন্ত্রী তাঁদের শান্ত হতে বলেন। সকলের কথা মন দিয়ে শুনে সুরাহার আশ্বাস দেন। পরিস্থিতি সামাল দিতে প্রায় আধ ঘণ্টা লেগে যায়।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Jyotipriya Mallick