নিম্ন ও মধ্যবিত্তদের সস্তায় ফ্ল্যাট দেবে রাজ্য় সরকার, চালু হচ্ছে ‘নিজশ্রী' প্রকল্প

Last Updated:

নিম্ন ও মধ্যবিত্তদের জন্য বড়সড় ঘোষণা রাজ্য সরকারের ৷ বাংলায় এবার 'নিজশ্রী' প্রকল্প চালু করবে রাজ্য সরকার ৷ তবে, এক্ষেত্রে জমির দাম নেবে না রাজ্য সরকার ৷

#কলকাতা: নিম্ন ও মধ্যবিত্তদের জন্য বড়সড় ঘোষণা রাজ্য সরকারের ৷ বাংলায় এবার 'নিজশ্রী' প্রকল্প চালু করবে রাজ্য সরকার ৷ তবে, এক্ষেত্রে জমির দাম নেবে না রাজ্য সরকার ৷ কারণ সরকারি জমিতেই তৈরি হবে ‘নিজশ্রী’ প্রকল্পের আবাসন ৷ ফলে জমির জন্য অতিরিক্ত কোনও মূল্য দিতে হবে না ৷ বুধবার রাজ্য় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৷
এই প্রকল্পে যাঁদের আয় ১৫০০০ টাকার নীচে, তাঁরা এক কামরার ফ্ল্যাট পাবেন ৷ ৩৭৮ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট পাবেন তাঁরা । অপরদিকে, যাদের আয় ৩০,০০০ টাকার নীচে, তাঁরা ২ কামরার ৫৫৯ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট পাবেন ৷ প্রসঙ্গত, এক কামরার ফ্ল্যাটের দাম ৭.২৮ লক্ষ এবং ২ কামরার ফ্ল্যাটের দাম ৯.২৬ লক্ষ টাকা ৷ অর্থাৎ ১৫ থেকে ৩০ হাজার টাকা অবধি যাদের আয়, তারাই এই ফ্ল্যাট পেতে পারেন ৷ অনলাইনে আপনিও আবেদন জানাতে পারেন এই ফ্ল্যাটের জন্য ৷ লটারির পর মিলবে এই ফ্ল্যাট ৷
advertisement
advertisement
মঙ্গলবার ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ৷ এই সমস্ত ফ্ল্যাট পাওয়া যাবে একেবারেই বিনামূল্যে ৷ রাজ্যে মোট ৫০ হাজার ফ্ল্যাট তৈরি হবে ৷ আজ থেকে দেড় বছর পরই ফ্ল্যাট দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিম্ন ও মধ্যবিত্তদের সস্তায় ফ্ল্যাট দেবে রাজ্য় সরকার, চালু হচ্ছে ‘নিজশ্রী' প্রকল্প
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement