#কলকাতা: দলীয় কর্মসূচির জন্য সরকারি কর্মীদের ছুটি ৷ আগামী ১৪ ও ১৫ জুলাই দমদমে হবে সম্মেলন ৷ সেই সম্মেলনের জন্যই সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ৷
খাদ্য দফতরের কর্মীদের ২ দিনের দলীয় কর্মসূচি ৷ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলন ৷ শাসকদলের কর্মী সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ এবং ১৫ জুলাই ৷ সম্মেলনে যোগ দেওয়ার জন্য সরকারি কর্মীদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে, দূরের কর্মীদের জন্য ক্যাজুয়াল লিভ ঘোষণা করল রাজ্য সরকার ৷
তবে, খাদ্য দফতরের নির্দেশিকা ঘিরে বিতর্ক শুরু হয়েছে ৷ কারা এই ছুটির আওতায় পড়বেন ৷ কারা কাছের এবং কারা দূরের কর্মী সেই নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: State Food department, State Govt