#কলকাতা: রাজ্যে স্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগে তত্পর রাজ্য সরকার৷ বিধানসভায় এমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানান, প্রাথমিক ও মাধ্যমিকে স্থায়ী ভিত্তিতেই শিক্ষক নিয়োগ চায় রাজ্য সরকার৷ ইনটার্ন হিসেবে নয়৷
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক নিয়োগের বিষয়টি তত্পরতার সঙ্গে দেখছে রাজ্য সরকার৷ জুলাইয়ের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষের চেষ্টা করা হবে৷ পুজোর আগেই শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হতে পারে৷
শিক্ষক নিয়োগ দ্রুত করতে চায় রাজ্য৷ নিয়োগে পুরোন নিয়মে বদল চায় রাজ্য সরকার৷ নিয়োগ সংক্রান্ত নিয়মের সরলীকরণ চায় রাজ্য৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে৷ বিধানসভায় জানালেন পার্থ চট্টোপাধ্যায়৷
আরও ভিডিও: Video: অবিলম্বে নিয়োগ চেয়ে থালা বাজিয়ে প্রতিবাদ বিক্ষোভ হবু শিক্ষকদের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Education Minister, Partho Chatterjee, Teacher Recruitment