State Government Employees | Health ATM:বিরাট সুখবর! রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য়রক্ষায় এবার নয়া পদক্ষেপ, আসছে ATM

Last Updated:

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেডের তৈরি এই হেলথ এটিএম গুলি ইতিমধ্যেই চলে এসেছে বেঙ্গল কেমিক্যালের ডালহৌসির সদর দফতরে। সূত্রের খবর, যন্ত্রগুলি নিখরচায় পাঠাচ্ছে হ্যাল।

কলকাতা: সরকারি চিকিৎসায় এবার আরও নতুনত্ব। রোগীদের মিলবে আরও সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে এবার পাঁচ মিনিটেই হবে ৫৫টি পরীক্ষা হবে এক্কেবারে নিখরচে। সুগার, ব্লাড প্রেসার, ইসিজি, লিপিড প্রোফাইল থেকে শুরু করে করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, টাইফয়েড, ব্লাড গ্রুপ৷ কী নেই সেই তালিকায়! আছে হিমোগ্লোবিন, বিএমআই, ক্রিয়াটিনিন সহ আরও অজস্র সূচকও। এমনকী, চোখ পরীক্ষার ব্যবস্থাও থাকছে। এই সুবিধা পাবেন রাজ্য সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের কর্মচারীরা।
সূত্রের খবর, এই সরকারি ভবনগুলি হল নবান্ন, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য সাথী, বিকাশ ভবন ও কলকাতা পুরসভার সদর দফতর। রাজ্য সরকার ও বেঙ্গল কেমিক্যালের যৌথ উদ্যোগে এই রোগ নির্ণয় ও রক্তপরীক্ষার হাইটেক যন্ত্র 'কাউড ক্লিনিক হেলথ এটিএম' আনা হচ্ছে।
আরও পড়ুন: ১ ঘণ্টা AC চালালে কতটা পোড়ে তেল! না জানলে গরম কমাতে গিয়ে ফাঁকা হয়ে যাবে পকেট?
সূত্রের দাবি, এর ফলে উপকৃত হবেন কয়েক হাজার সরকারি কর্মী এবং পুরসভার কর্মী- আধিকারিকরা। এইসব পরীক্ষা যে কোনও বেসরকারি ল্যাবরেটরি থেকে করাতে হলে কয়েক কোটি টাকা খরচ করবে রাজ্যই।
advertisement
advertisement
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হেলথ এটিএমের অনেক কিছু সুবিধা রয়েছে বলে জানা গিয়েছে। প্রথমত, এখানে প্রবেশ করে নিজের তথ্যাবলি জানালে সেই ইনফরমেশন রেকর্ড হয়ে থাকবে ক্লাউডে। ফলে যতবারই রোগী পরীক্ষা করাবেন, ততবারই আগের রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের তুলনা করার সুযোগ থাকবে।
advertisement
আরও পড়ুন: পশ্চিমবঙ্গেও জামতাড়া গ্যাং! এবার বিদ্যুতের বিলের বকেয়া নিয়ে প্রতারণার ছক..এখনই না সাবধান হলে হতে পারেন সর্বস্বান্ত
দ্বিতীয়ত, সমস্ত রিপোর্ট ই-মেল এবং হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থা রয়েছে। তৃতীয়ত, রিপোর্টের পাশাপাশি কী ধরনের ডায়েট প্ল্যান করলে সেই ব্যক্তি নিরোগ ও ফিট থাকবেন, তা জানিয়ে দেবে অভিনব এই মেশিন।
চতুর্থত, কিউ আর কোড লাগানো ব্যক্তিগত হেলথ কার্ড বেরিয়ে আসবে মেশিন থেকে। পাঁচ, প্রয়োজনে ডাক্তারের সঙ্গে ভিডিও বা অডিও কলে কথা বলার সুযোগ রয়েছে এই যন্ত্রে।
advertisement
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেডের তৈরি এই হেলথ এটিএম গুলি ইতিমধ্যেই চলে এসেছে বেঙ্গল কেমিক্যালের ডালহৌসির সদর দফতরে। সূত্রের খবর, যন্ত্রগুলি নিখরচায় পাঠাচ্ছে হ্যাল। রক্ত পরীক্ষার জন্য জরুরি প্রায় ৭৫ হাজার টাকার অ্যান্টিজেন ও পাঠাচ্ছে তারা। তারপর যাবতীয় টেস্টের খরচ বহন করবে রাজ্য সরকার।
ওঙ্কার সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
State Government Employees | Health ATM:বিরাট সুখবর! রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য়রক্ষায় এবার নয়া পদক্ষেপ, আসছে ATM
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement