রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কালীপুজোতেও মিলছে ছুটির ‘বোনাস’

Last Updated:

দুর্গাপুজো শেষ হয়েছে সপ্তাহ পেরিয়েছে ৷ উৎসব শেষের সঙ্গে সঙ্গে ছুটিও শেষ ৷

#কলকাতা: দুর্গাপুজো শেষ হয়েছে সপ্তাহ পেরিয়েছে ৷ উৎসব শেষের সঙ্গে সঙ্গে ছুটিও শেষ ৷ মনমরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুর্গাপুজোর পর এবার দীপাবলীতেও খুশির বোনাস ৷
দুর্গাপুজোর ১১ দিনের ছুটির পর এবার কালীপুজোতেও টানা চারদিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা ৷ ২৯ থেকে ১ নভেম্বর পর্যন্ত টানা ছুটি থাকবে সমস্ত সরকারি দফতরে ৷ সোমবার নবান্নের বিজ্ঞপ্তি অনুসারে, আগামী শনি ও রবিবার অর্থাৎ ২৯ ও ৩০ অক্টোবর দু’দিন কালীপুজোর জন্য ছুটি ৷ এছাড়াও ৩১ অক্টোবর, সোমবার কালীপুজোর বিসর্জন উপলক্ষেও বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর ৷ মঙ্গলবার ১ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষেও ছুটি পাচ্ছেন কর্মীরা ৷ অতএব টানা চারদিনের ছুটির বিজ্ঞপ্তিতে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের মুখের হাসি দীপাবলির আলোকেও হার মানাচ্ছে ৷
advertisement
এর আগে পঞ্চমী থেকে লক্ষ্মীপুজোর পরদিন অবধি টানা ১১ দিনের ছুটি পেয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা ৷ গত ২ সেপ্টেম্বর ধর্মঘটের দিন ভাল কাজ করার জন্য খুশি হয়ে, রাজ্য সরকারি কর্মচারীদের পুরস্কার স্বরূপ একদিন অতিরিক্ত ছুটি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতো দুর্গাপুজোয় অতিরিক্ত একদিনের ছুটি পেয়েছিলেন সরকারি কর্মচারীরা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কালীপুজোতেও মিলছে ছুটির ‘বোনাস’
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement