বিনামূল্যে রেশন বিলির নয়া প্যাকেজ ঘোষণা করল রাজ্য সরকার

Last Updated:

সিঙ্গুর, জঙ্গলমহলের মতো এবার ছিটমহলের বাসিন্দাদেরও দু’ টাকা কেজি দরে চাল ও গম দেবে রাজ্য। শুক্রবার এই বিশেষ প্যাকেজ ঘোষণা করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

#কলকাতা: সিঙ্গুর, জঙ্গলমহলের মতো এবার ছিটমহলের বাসিন্দাদেরও দু’ টাকা কেজি দরে চাল ও গম দেবে রাজ্য। শুক্রবার এই বিশেষ প্যাকেজ ঘোষণা করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । একই সঙ্গে নোটের বাতিলের সমস্যায় জর্জরিত কৃষকদের জন্যও নতুন ঘোষণা রাজ্যের। এবার থেকে ধান কেনার টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ফেলবে রাজ্য।
ছিটমহল হস্তান্তরের পরবর্তী সময়ে এপার বাংলার বাসিন্দাদের পরিকাঠামো নিয়ে হাজারো অভিযোগ রয়েছে। কোচবিহার উপনির্বাচনেও তার প্রভাব পড়েছে ভোট বাক্সে। এবার সিঙ্গুর, জঙ্গলমহলের মতো ছিটমহলের বাসিন্দাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করল রাজ্য সরকার।
রাজ্য সরকারের ঘোষিত প্যাকেজ অনুযায়ী, ২৮৬৭ পরিবারকে ২ টাকা কেজি দরে চাল ও গম দেওয়া হবে ৷ প্রতি মাসে প্রত্যেক পরিবারকে ৩৫ কেজি চাল ও ১৫ কেজি গম দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার ৷ বাংলাদেশে যেতে অনিচ্ছুক এমন ২০০ পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে ৷ পরিবার পিছু ৩০ কেজি চাল ও ৫ লিটার কেরোসিন দেওয়ার কথা ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী ৷ ৫ জনের বেশি সদস্যের পরিবারে অতিরিক্ত ১ কেজি চাল ও হাফ লিটার কেরোসিন ৷ এর জন্য হলদিবাড়ি, দিনহাটা ও মেখলিগঞ্জে ৩টি শিবির খোলা হয়েছে ৷ এর জন্য নতুন ৬টি রেশন দোকান খুলছে প্রশাসন ৷
advertisement
advertisement
নোট বাতিলের জেরে ইতিমধ্যেই আর্থিক সমস্যায় রাজ্যের বহু কৃষক। ধান কেনার ক্ষেত্রেও যার প্রভাব পড়েছে । এবার থেকে ধান কেনার টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ফড়ে বা দালালদের এড়িয়ে কৃষকরা এবার থেকে সরাসরি হাতে টাকা পাবেন। ধান বিক্রি করতে চাইলে কৃষকদের নাম নথিভুক্ত করতে হবে ধান সংগ্রহ কেন্দ্র কিংবা সমবায় সমিতিতে। কৃষকদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাতেও উদ্যোগ নেবে রাজ্য সরকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিনামূল্যে রেশন বিলির নয়া প্যাকেজ ঘোষণা করল রাজ্য সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement