Raj Bhavan: মামলা লড়াইয়ের খরচ বিশ্ববিদ্যালয় থেকে! রাজভবনের সঙ্গে তিক্ততা বাড়ছে রাজ্য সরকারের

Last Updated:

Raj Bhavan: ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়গুলির ভারপ্রাপ্ত উপাচার্যদের উদ্দেশে রাজ্যপালের বিশেষ সচিবের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আচার্যের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা লড়ায় আইনজীবীদের খরচ বিশ্ববিদ্যালয়গুলিকে ভাগাভাগি করে নিতে হবে।

মামলা লড়ার খরচ বিশ্ববিদ্যালয় থেকে, রাজভবনের সাথে তিক্ততা বাড়ছে সরকারের
মামলা লড়ার খরচ বিশ্ববিদ্যালয় থেকে, রাজভবনের সাথে তিক্ততা বাড়ছে সরকারের
কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপাল একক ভাবে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের পরে মাস কয়েক ধরে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক চরম তিক্ত। বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। রাজ্যের সঙ্গে সেই মামলার খরচ জোগাতে রাজ্যপাল তথা আচার্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি থেকেই টাকা নিচ্ছেন বলে অভিযোগ করল প্রাক্তন উপাচার্যদের একটি মঞ্চ।
১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়গুলির ভারপ্রাপ্ত উপাচার্যদের উদ্দেশে রাজ্যপালের বিশেষ সচিবের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আচার্যের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা লড়ায় আইনজীবীদের খরচ বিশ্ববিদ্যালয়গুলিকে ভাগাভাগি করে নিতে হবে এবং তাদের মধ্যে সমন্বয়ের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে আর্থিক লেনদেনের ভার নিতে হবে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ”এই বিষয়টি সুপ্রিম কোর্টের গোচরে আনব। রাজ্য সরকারের প্রতিষ্ঠান থেকে টাকা তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা লড়তে আচার্য পারেন কিনা, সেটা নিয়ে আমরা যথাযোগ্য পদক্ষেপ করব। মাছের তেলে মাছ ভাজা। উনি তো বলবেন ভাল হচ্ছে, উনি সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করতে চাইছেন হয়তো। উনি শেষ কথা এমন বলতে চাইছেন।”
advertisement
এমনিতেই নানা সিদ্ধান্ত ঘিরে রাজ্য ও রাজ্যপালের মধ্যে বিভেদ রয়েছে। রাজভবনের এহেন আচরণ ঘিরে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছ বলেন, ”এটা হতে পারে না৷ রাজ্যপাল কোথায় কী মামলা লড়বেন, তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে টাকা যাবে কেন? রাজ্যপালের উচিত, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে, গতির সঙ্গে যে কাজগুলি রাখছেন তা অব্যাহত রাখতে রাজ্য সরকারকে সাহায্য করা। রাজ্যপাল গতিশীল কাজের মসৃণতায় বাধা দেবেন। আর তার ফান্ড বিশ্ববিদ্যালয় থেকে নেবেন দুটো একসঙ্গে চলতে পারে না। এটা একটা অগণতান্ত্রিক অদ্ভুত কাণ্ড কারখানা তৈরি করা হচ্ছে৷”
advertisement
এডুকেশনিস্টস ফোরামের তরফে ওমপ্রকাশ মিশ্র, রঞ্জন চক্রবর্তী, আশুতোষ ঘোষদের প্রশ্ন, “রাজ্যের অনুদানপুষ্ট বিশ্ববিদ্যালয়ের টাকা কী ভাবে রাজ্যের বিরুদ্ধে মামলা লড়তে ব্যবহার করা হবে? এই অর্থের সংস্থান কি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স কমিটি বা সিন্ডিকেট বা এক্সিকিউটিভ কাউন্সিলের অনুমোদন পেয়েছে? ২০১৭ সালের কলেজ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উচ্চ শিক্ষা দফতরের অনুমতিও কি নেওয়া হয়েছে?”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Raj Bhavan: মামলা লড়াইয়ের খরচ বিশ্ববিদ্যালয় থেকে! রাজভবনের সঙ্গে তিক্ততা বাড়ছে রাজ্য সরকারের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement