ভাগাড় কারবারের জেরে ৪৬টি বাজারে কাটা মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি
Last Updated:
রাজ্যের সব জেলাতেই তৈরি হবে ক্রেমাটোরিয়াম ।
#কলকাতা: একদিকে ভাগাড়ের মরা পশুর মাংস। অন্যদিকে মরা মুরগির মাংস। দুইয়ের জেরে মাংস কিনতে ভয় পাচ্ছেন মানুষ। আতঙ্ক কাটাতে পদক্ষেপ করল কলকাতা পুরসভা। বুধবারই সিদ্ধান্ত হয়, নিউমার্কেট, গড়িয়াহাট, পার্ক সার্কাস, এন্টালিসহ পুরসভার ছেচল্লিশটি বাজারে কাটা ও বরফে সংরক্ষিত মাংস বিক্রিতে জারি হবে নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার পুরসভায় জরুরি বৈঠক করেন পুর কমিশনার খলিল আহমেদ, মেয়র পারিষদ স্বাস্থ্য, ফুড সেফটি কমিশনার-সহ অন্য আধিকারিকরা।
পুরবৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,
কলকাতার ১৬টি বরোতে মিনি মেকানাইজড কসাইখানাও করবে পুরসভা।
advertisement
- আপাতত ৮টি বরোতে মিনি মেকানাইজড কসাইখানা
- প্রতিটির জন্য খরচ ১ কোটি টাকা
- প্রতি বরোতে তৈরি হবে নজরদারি দল
- পুরসভাকে বছরে ৩ কোটি টাকা মঞ্জুর রাজ্যের
- ২৪ ঘণ্টা বাজারে নজরদারি ও অভিযান
- ফুড সেফটি অফিসার ও ভেটেরিনারি অফিসারের শূন্যপদ পূরণ
advertisement
- কাজের সময়েরও পরিবর্তন করবে পুরসভা
চিড়িয়াখানার পশুদের উচ্ছিষ্ট নিয়ে বিতর্ক শুরু হওয়ায় সুনির্দিষ্ট অবস্থান নিয়েছে পুরসভা । বাজার থেকে পাওয়া মাংসের নমুনার ডিএনএ টেস্ট হবে কল্যাণী ও প্রাণিসম্পদ বিকাশ দফতরে। কলকাতায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে উন্নত ল্যাবরেটরি । শনিবার এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে । এছাড়াও সরকারি আউটলেটেও মাংস পরীক্ষা করে পাঠানো হবে । মাংসের পরীক্ষা ঠিকমতো হচ্ছে কিনা, নজরদারি চালাবে প্রাণিসম্পদ বিকাশ দফতর ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2018 5:49 PM IST