West Bengal Municipal Election: ২ মার্চ ১০৮ পুরসভার ভোটের গণনা, জানালো রাজ্য নির্বাচন কমিশন

Last Updated:

ইতিমধ্যেই রাজ্যের চারটি পুরনিগমের ভোটের ফল ঘোষণা হয়েছে৷ চার পুরনিগমের ভোটেই বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস (West Bengal Municipal Election 2022 Vote Counting)৷

জেলাগুলিকে সতর্ক করল নির্বাচন কমিশন৷
জেলাগুলিকে সতর্ক করল নির্বাচন কমিশন৷
#কলকাতা: আগামী ২ মার্চ ১০৮টি পুরসভার ভোট গণনার দিন ধার্য করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Municipal Election)৷ ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার নির্বাচন৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেলেও ভোট গণনার দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷
ইতিমধ্যেই রাজ্যের চারটি পুরনিগমের ভোটের ফল ঘোষণা হয়েছে৷ চার পুরনিগমের ভোটেই বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটযুদ্ধ৷
advertisement
রাজ্যের পুরভোটের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা৷ ২৭ তারিখ ১০৮টি পুরভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেও আদালতে মামলা হয়েছে৷ সেই মামলা এখনও চলছে৷ এ দিনও পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে বিজেপি৷
advertisement
পুরভোটের মনোনয়ন পর্বেও অবশ্য অশান্তির অভিযোগ উঠেছে৷ বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ তুলে আদালতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ বজবজ, সাঁইথিয়া, দিনহাটার মতো কয়েকটি পুরসভা দখলও করে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷
এই সমস্ত জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এ দিন রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট৷ আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা জমার নির্দেশ দিয়েছে আদালত৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipal Election: ২ মার্চ ১০৮ পুরসভার ভোটের গণনা, জানালো রাজ্য নির্বাচন কমিশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement