#কলকাতা: আগামী ২ মার্চ ১০৮টি পুরসভার ভোট গণনার দিন ধার্য করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Municipal Election)৷ ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার নির্বাচন৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেলেও ভোট গণনার দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷
ইতিমধ্যেই রাজ্যের চারটি পুরনিগমের ভোটের ফল ঘোষণা হয়েছে৷ চার পুরনিগমের ভোটেই বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটযুদ্ধ৷
আরও পড়ুন: বিজেপি দলের হারের না জানা রহস্য ফাঁস হচ্ছে ক্রমশ, কী বললেন জয়প্রকাশ?
রাজ্যের পুরভোটের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা৷ ২৭ তারিখ ১০৮টি পুরভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেও আদালতে মামলা হয়েছে৷ সেই মামলা এখনও চলছে৷ এ দিনও পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে বিজেপি৷
আরও পড়ুন: তৃণমূল অপ্রতিরোধ্য, বিজেপি-কে ফেলে ফের বিরোধী হয়ে উঠছে বামেরা!
পুরভোটের মনোনয়ন পর্বেও অবশ্য অশান্তির অভিযোগ উঠেছে৷ বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ তুলে আদালতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ বজবজ, সাঁইথিয়া, দিনহাটার মতো কয়েকটি পুরসভা দখলও করে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷
এই সমস্ত জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এ দিন রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট৷ আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা জমার নির্দেশ দিয়েছে আদালত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: State Election Commission, West bengal municipal election