#কলকাতা: অগ্নিপথের বিরোধিতা করে ভারত বনধের ডাক দিল কয়েকটি সংগঠন। এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ডিভিশনাল কমিশনার, প্রতিটি থানার আইসি, প্রতিটি জেলার পুলিশ সুপারকে। নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্য বনধ্কে সমর্থন করে না। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে। প্রতিটি সরকারি অফিসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতেও একইভাবে নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।কোনওরকম হিংসাত্মক কার্যকলাপ বরদাস্ত করা হবে না৷ আগামিকালের বনধকে কেন্দ্র করে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।