Agnipath || বনধ ঠেকাতে তৎপরতা! রাজ্য বনধ সমর্থন করে না, কড়া নবান্ন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Agnipath || স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্য বনধ্কে সমর্থন করে না। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে।
#কলকাতা: অগ্নিপথের বিরোধিতা করে ভারত বনধের ডাক দিল কয়েকটি সংগঠন। এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ডিভিশনাল কমিশনার, প্রতিটি থানার আইসি, প্রতিটি জেলার পুলিশ সুপারকে। নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্য বনধ্কে সমর্থন করে না। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে। প্রতিটি সরকারি অফিসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতেও একইভাবে নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।কোনওরকম হিংসাত্মক কার্যকলাপ বরদাস্ত করা হবে না৷ আগামিকালের বনধকে কেন্দ্র করে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2022 8:40 PM IST